10 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের অভিমুখে 50 সেমি সরালে বলের দ্বারা কৃতকার্য কী?
কয়টি মৌল নানান যৌগের আকারে জীবদেহে থাকে?
মানবদেহে ক্যালশিয়ামের ওজনানুপাতিক শতাংশ কী?
মানবদেহে আয়োডিন কম হলে কোন গ্রন্থিটি আকারে বড়ো হয়?
একটি বিকারে সামান্য কস্টিক সোডা দ্রবণে দু-ফোঁটা ফেনলপথ্যালিন দিলে দ্রবণটি হবে কী?
হলুদ রঙের কাচে থাকে কী?
এক ব্যক্তি পূর্বদিকে 9 মিটার গিয়ে সেখান থেকে উত্তরদিকে 12 মিটার গেল। ওই ব্যক্তির সরণ হল কী?
ক্রিয়া ও প্রতিক্রিয়া কী?
একটি অপ্রভ বস্তু হল কী?
শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের প্রধান উৎস কী?
মিনামাটা রোগটির জন্য দায়ী ধাতুটি কী?
বেরিবেরি রোগ হয় কীসের অভাবে?
ফ্যাটে দ্রাব্য নয় এরূপ ভিটামিন কী?
সিংকোনা গাছ থেকে পাওয়া যায় কী?
হলুদ রঙের লাড্ডুতে যে ক্ষতিকারক রং থাকে তা কী?
ফাইলেরিয়া রোগের বাহক মশা কী?
অরণ্যে প্রাণীরা কী ধরনের প্রাণী?
খনির বন্ধ বাতাসের মধ্যে কোন গ্যাস থাকলে শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা বেশি?
WHO স্থাপিত হয় কোন সালে?
সমুদ্রের প্রবাল প্রাচীরে সামুদ্রিক প্রজাপতির আশ্রয়স্থল কত শতাংশ?
বায়ুমণ্ডলীয় চাপে 0°C উয়তার 1 গ্রাম বিশুদ্ধ জলকে 0°C উয়তার 1 গ্রাম বিশুদ্ধ বরফে পরিণত করতে পরিবেশে যে পরিমাণ তাপ বর্জিত হয়, তা হল কী?
স্ক্রু-ড্রাইভারের গতি কোন্ প্রকারের গতির উদাহরণ?
একটি ভারী ও একটি হালকা লোহার টুকরোকে একই উয়তায় গরম করা হল কী?
নিচের কন্রন্র্নোনটির শীল যোজ্যতা আছে?
জৈব গ্যাস বা বায়োগ্যাসের মূল উপাদান কী?
মেরুদণ্ড বেঁকে যায় যার যে বস্তুর দূষণ জনিত রোগের জন্য সেটি হল-
চিহ্ন দ্বারা পদার্থের কী প্রকাশ করা হয়?
বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে প্রয়োজন কী?
Mg + H₂SO₄ = MgSO₄ + H₂-এই রাসায়নিক বিক্রিয়াটি হল কী?
রক্তে শর্করার পরিমাণ বাড়লে দেহকোষে কী ঘটে?
কাচের মধ্যে বর্তমান নয় কী?
পার্শ্বীয় পরিবর্তন হয়, এমন একটি অক্ষর কী?
SI-তে তাপের একক কী?
2 কেজি ভরের বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ হবে 2 মি/সে²?