'বায়োলজি' শব্দের প্রবর্তক হলেন
ডারউইন
অ্যারিস্টটল
ল্যামার্ক
ওপারিন
DNA-এর শর্করাটি হল
ট্রায়োজ
পেন্টোজ
হেক্সোজ
হেপ্টোজ
ক্লেবের অম্লচক্র ঘটে
প্লাস্টিডে
সাইটোপ্লাজমে
মাইটোকনড্রিয়ায়
নিউক্লিয়াসে
প্রোটোজোয়া ঘটিত রোগ হল
ডিপথেরিয়া
নিউমোনিয়া
ম্যালেরিয়া
হেপাটাইটিস
দূষণহীন শক্তির উৎস হল
বায়োমাস
আণবিক শক্তি
সৌরশক্তি
কোনোটিই নয়
পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে না
জন্মহার
মৃত্যুহার
কমিউনিটি
পরিযান
উজ্জ্বল আলোতে যে উদ্ভিদ জন্মায় তাকে বলে
হেলিয়োফাইট
সিয়োফাইট
মেগাথার্ম
মাইক্লোথার্ম
জৈবিক নিয়ন্ত্রণের সুবিধা নয়
পরিবেশ বান্ধব
কম উৎপাদন খরচ
পরিবেশ দূষক
নির্দিষ্ট জীবের বিন্যাস
দ্রুত অনিয়ন্ত্রিত জারণ দ্বারা বস্তুর শক্তির মুক্তি হল
শ্বসন
রেচন
দহন
পুষ্টি
অ্যামাইলোলাইটিক উৎসেচক হল
পেপসিন
মলটেজ
লাইপেজ
ট্রিপসিন
কোন কোশীয় প্রক্রিয়াকে 'প্রয়োজনীয় ক্ষতি' বলা হয়
সালোকসংশ্লেষ
শ্বসন
বাষ্পমোচন
রেচন
কোনো নির্দিষ্ট স্থানের সমস্ত উদ্ভিদকুলকে একত্রে বলে
বেনথস
ফ্লোরা
ফনা
নেকটন
কোন প্রাণীর রক্তকে হিমলিম্ফ বলা হয়
মানুষ
মাছ
কেঁচো
আরশোলা
নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদকোশের নাম
সিভনল
সঙ্গীকোশ
ফ্লোয়েম প্যারেনকাইমা
ফ্লোয়েম তত্ত্ব
একটি প্রাণীজ শ্বেতসার হল
সেলুলোজ
হেমিসেলুলোজ
পেপটাইডো গ্লাইকন
গ্লাইকোজেন