মানুষের হাত কোন্ শ্রেণির লিভার?
প্রথম শ্রেণির
দ্বিতীয় শ্রেণির
তৃতীয় শ্রেণির
প্রদত্ত সবকটি
স্কু-এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে, তা হল -
লিভার
নততল
পুলি
চক্র ও অক্ষদণ্ড
প্রদত্ত কোন্টি জটিল যন্ত্র? -
করাত
ছেনি
সূচ
সেলাই যন্ত্র
প্রাথমিক বা মৌলিক রাশি হল -
ক্ষেত্রফল
সময়
আয়তন
বেগ
স্পর্শহীন বল হল -
চাপ
আয়তন
বস্তুকে টানা
ওজন
অণু-পরমাণুর পরিমাণ পরিমাপের একক হল -
ক্যান্ডেলা
মোল
অ্যাম্পিয়ার
মিটার
আমাদের প্রতিদিনের কাজের জন্য দরকারি শক্তি আমরা কী থেকে পাই? -
সূর্য
জল
খনিজ পদার্থ
খাদ্য
একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হল -
সৌরশক্তি
কয়লা
পেট্রোলিয়াম
প্রাকৃতিক গ্যাস
Ca যে মৌলটির চিহ্ন, তা হল -
কোবাল্ট
ক্যালশিয়াম
ক্লোরিন
ক্রোমিয়াম
হাইড্রোজেন সালফাইডের সংকেত হল -
H₂S
HI
CH4
PH3
সব শক্তি শেষ পর্যন্ত কোন্ শক্তিতে রূপান্তরিত হয়? -
স্থিতিশক্তি
গতিশক্তি
তাপশক্তি
আলোক শক্তি
একটি চৌম্বক পদার্থ হল -
তামা
সোনা
নিকেল
দস্তা
নততল যত হেলানো হয়, তার যান্ত্রিক সুবিধা -
তত বাড়ে
তত কমে
বাড়তে পারে
কমতে পারে