WBBSE এর ষষ্ঠ শ্রেণির ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় ‘আকাশ ভরা সূর্য তারা’ । এই অধ্যায় থেকে আগেই ধারণামূলক আলোচনা করা হয়েছে। এবার তোমাদের বেশ কিছু ক্যুইজ দেওয়া হবে। আজকে তার প্রথম ভাগ। নিচে তোমরা অংশগ্রহণ কর এবং দেখ কেমন ফলাফল করছ। যদি সন্তোষজনক না হয় তবে বরাংবর অভ্যাস কর। আর হ্যাঁ, ক্যুইজ শেষে সমস্ত প্রশ্নের উত্তর ও পেয়ে যাবে। দরকার পরলে প্রস্ন-উত্তরগুলি খাতায় লিখে নেবে।
Let’s Play Quiz on আকাশ ভরা সূর্য তারা
রাতের আকাশে কী দেখা যায়?
আকাশ ভরা তারা কীসের মতো দেখায়?
দিনের বেলায় আমরা কোন জ্যোতিষ্ক দেখতে পাই?
মহাবিশ্ব কী কী নিয়ে গঠিত?
মহাবিশ্বের সৃষ্টি নিয়ে কী আছে?
মহাবিশ্বের সৃষ্টি কত বছর আগে?
মহাবিশ্বের সবকিছুই কী অবস্থায় আছে?
মহাবিশ্ব সম্বন্ধে আমরা কতটুকু জানতে পেরেছি?
নীহারিকা কী?
নীহারিকা থেকে কী তৈরি হয়?
ছায়াপথ কী নিয়ে গঠিত?
আমাদের ছায়াপথের নাম কী?
আকাশগঙ্গা ছায়াপথের আকৃতি কেমন?
নক্ষত্র কী?
কোন রঙের তারার উত্তাপ সবচেয়ে কম?
কোন রঙের তারার উত্তাপ সবচেয়ে বেশি?
সূর্যের পর আমাদের সবচেয়ে কাছের তারা কোনটি?
এক আলোকবর্ষ কাকে বলে?
নক্ষত্রমণ্ডল কী?
উত্তর আকাশে সাতটি উজ্জ্বল তারার ঝাঁককে বলে-
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
সূর্য একটি গ্রহ।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
চাঁদের নিজস্ব আলো আছে।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
নক্ষত্র মিটমিট করে কারণ তারা বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আলো পাঠায়।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
সূর্য পৃথিবীর চেয়ে ছোট।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
আকাশগঙ্গা একটি নক্ষত্র।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
ধ্রুবতারা উত্তর দিক নির্দেশ করে।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
টেলিস্কোপ দিয়ে শুধুমাত্র তারা দেখা যায়।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
নীহারিকা থেকে নক্ষত্রের জন্ম হয়।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
সূর্য একটি লাল তারা।
জোড়া মেলাও
জোড়া মেলাও
জোড়া মেলাও
জোড়া মেলাও
জোড়া মেলাও
জোড়া মেলাও