সপ্তম শ্রেণির ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় ‘পৃথিবীর পরিক্রমণ’ । এই অধ্যায় থেকে তোমাদের জন্য প্রস্তত করা হল ক্যুইজ। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে এই ক্যুইজটি । আশাকরি ক্যুইজটি তোমাদের জন্য খুব উপকারী হবে ।
কোন শহর ভারতের রাজধানী?
একটি বল হাতে নিয়ে ছেড়ে দিলে কী হবে?
পৃথিবী সূর্যকে কতদিনে প্রদক্ষিণ করে?
কোন গ্রহকে 'লাল গ্রহ' বলা হয়?
পৃথিবীর কোন অংশে সূর্যের লম্ব রশ্মি পড়লে দিন-রাত্রি সমান হয়?
শীতকালে দিনের তুলনায় রাত কেমন হয়?
চাঁদের আলো আসলে কী?
মহাকর্ষ বল কী?
পৃথিবীর কোন অংশে সূর্যের লম্ব রশ্মি পড়লে গ্রীষ্মকাল হয়?
কোনটি সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ?
শীতকালে সূর্য কেমন করে ওঠে?
পৃথিবী নিজের অক্ষের ওপর কত সময়ে একবার ঘোরে?
অধিবর্ষ কত বছর পরে আসে?
কোনটি পৃথিবীর উপগ্রহ?
বিষুব কী?
মহাকাশে কী কাজ করে?
কোনটি তারা?
মকরক্রান্তি কোন অক্ষরেখায় অবস্থিত?
কর্কটক্রান্তি কোন অক্ষরেখায় অবস্থিত?
পৃথিবীর কক্ষপথ কেমন আকৃতির?
জোড়া মিলিয়ে লেখো
জোড়া মিলিয়ে লেখো
জোড়া মিলিয়ে লেখো
জোড়া মিলিয়ে লেখো
জোড়া মিলিয়ে লেখো
জোড়া মিলিয়ে লেখো
State True or False
সূর্য একটি গ্রহ।
State True or False
পৃথিবী একটি গ্রহ।
State True or False
চাঁদ একটি তারা।
State True or False
পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে।
State True or False
সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে।
State True or False
পৃথিবী নিজের অক্ষের ওপর ঘোরে।
State True or False
দিন-রাত্রির কারণ পৃথিবীর আবর্তন।
State True or False
ঋতু পরিবর্তনের কারণ পৃথিবীর আবর্তন।
State True or False
ঋতু পরিবর্তনের কারণ পৃথিবীর পরিক্রমণ।
State True or False
বিষুবরেখায় সূর্যের লম্ব রশ্মি পড়লে দিন-রাত্রি সমান হয়।
State True or False
কর্কটক্রান্তিতে সূর্যের লম্ব রশ্মি পড়লে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয়।