WBBSE এর অষ্টম শ্রেণির আমাদের পৃথিবী বই এর প্রথম অধ্যায়ের সারাংশ ও ক্যুইজ প্রথমভাগ আগেই দেওয়া হয়েছে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় ভাগ। প্রথম ভাগে যদি তোমাদের ফলাফল ভালো হয়ে থাকে তবে নিশ্চিত এই ভাগেও ভালো ফলাফল হবে।
চলো খেলি দ্বিতীয় ক্যুইজ -পৃথিবীর অন্দরমহল
পৃথিবীর অন্দরমহলের সবচেয়ে বাইরের স্তর কোনটি?
সিয়াল স্তর কোথায় অবস্থিত?
কনরাড বিযুক্তিরেখা কোন দুটি স্তরকে পৃথক করে?
ম্যাগমা কী?
লাভা কী?
অ্যাস্থেনোস্ফিয়ারে পদার্থের অবস্থা কেমন?
পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত কোন দুটি উপাদান দিয়ে তৈরি?
অন্তঃকেন্দ্রমণ্ডলের অবস্থা কেমন?
বহিঃকেন্দ্রমণ্ডলের অবস্থা কেমন?
ভূ-তাপ শক্তি কীভাবে উৎপন্ন হয়?
পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা কেন্দ্রের দিকে যাওয়ার সাথে সাথে কী হয়?
ভূমিকম্প তরঙ্গ কোন স্তরের মধ্যে দিয়ে ধীর গতিতে প্রবাহিত হয়?
ভূ-পৃষ্ঠের গড় ঘনত্ব কত?
পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত?
ঘনত্ব কী?
কোন বিযুক্তিরেখা ভূত্বক ও গুরুমণ্ডলকে পৃথক করে?
কোন বিযুক্তিরেখা গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে পৃথক করে?
কোন বিযুক্তিরেখা অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলকে পৃথক করে?
পৃথিবীর সবচেয়ে বড়ো স্তর কোনটি?
S তরঙ্গ কোন মাধ্যমে চলতে পারে না?
স্তম্ভ মিলন কর।
স্তম্ভ মিলন কর।
স্তম্ভ মিলন কর।
স্তম্ভ মিলন কর।
স্তম্ভ মিলন কর।
সত্য নাকি মিথ্যা বল।
পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় তত চাপ কমে যায়।
সত্য নাকি মিথ্যা বল।
পৃথিবীর অভ্যন্তরে লোহা ও নিকেলের প্রাধান্য রয়েছে।
সত্য নাকি মিথ্যা বল।
সিয়াল স্তর সিমা স্তরের চেয়ে ভারী।
সত্য নাকি মিথ্যা বল।
ম্যাগমা ভূ-পৃষ্ঠে বেরিয়ে এলে তাকে লাভা বলে।
সত্য নাকি মিথ্যা বল।
ভূ-তাপ শক্তি সূর্যের আলো থেকে উৎপন্ন হয়।
সত্য নাকি মিথ্যা বল।
অ্যাস্থেনোস্ফিয়ারে পদার্থ কঠিন অবস্থায় থাকে।
সত্য নাকি মিথ্যা বল।
অন্তঃকেন্দ্রমণ্ডল তরল অবস্থায় আছে।
সত্য নাকি মিথ্যা বল।
বহিঃকেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় আছে।