Present Continuous Tense এমন একটি কাল যা বর্তমানে কোনো কাজ চলমান রয়েছে তা প্রকাশ করে। অর্থাৎ কাজ বা ক্রিয়াটি শুরু হয়েছে কিন্ত শেষ হয়নি এমন বোঝাবে । যেমন:-
- I am reading a book. (আমি একটি বই পড়ছি।)
- They are playing football.(তারা ফুটবল খেলছে ।)
- I am writing a story.( আমি একটি গল্প লিখছি।)
Present Continous Tense চেনার উপায়:
বাক্যে কাজটি এই মুহূর্তে চলছে বা কিছু সময় ধরে চলমান, এমন বোঝালে Present Continuous Tense হয়।
Verb-এর সাথে -ing যুক্ত থাকে। am/is/are Auxiliary Verb ব্যবহৃত হয়।
বাক্যের গঠন (Structure):
Subject + am/is/are + Verb + ing + Object
অর্থাৎ
- প্রথমে Subject বসবে।
- এর পর Subject এর person ও number অনুসারে am/is/are বসে ।
- এরপর main verb টির সঙ্গে ing যোগ হয়ে বসবে ।
- এরপর বাক্যের object থাকলে সেটি বসবে ।
Subject অনুযায়ী Auxiliary Verb বসার নিয়ম
- I এর সাথে am
- He/She/It/Singular Noun এর সাথে is
- We/You/They/Plural Noun এর সাথে are
চলো এবার দেখে নেওয়া যাক কেমন শিখলে? অংশগ্রহণ কর নিচের ক্যুইজ-এ