নিত্য বর্তমান কাল (Present Indefinite Tense) ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই কাল ব্যবহার করে আমরা এমন কাজের কথা বলি যা নিয়মিত ঘটে, সবসময় সত্য থাকে, অথবা আমাদের অভ্যাস বোঝায়।
কিভাবে চিনবো Present Indefinite Tense ?
এই প্রকারের ব্যক্য সহজে চেনার উপায় হল Subject Verb ও Object দেখতে পাবে এবং বর্তমানের কোনও ক্রিয়া বোঝাবে যা হয় নিয়মিত হয়/ঘটে, চিরন্তন সত্য বা ঐতিহাসিক সত্য ।
উদাহরণ:
- আমি প্রতিদিন স্কুলে যাই। (I go to school every day.)
- সে ফুটবল খেলতে ভালোবাসে। (He loves to play football.)
- সূর্য পূর্ব দিকে উদিত হয়। (The sun rises in the east.)
Present Indefinite Tense-এর বাক্যের গঠন:
Subject + Verb (+ s/es) + Object (নিয়ম SVU)
- Subject: যার সম্পর্কে কিছু বলা হয় ।
- Verb: কাজ/ক্রিয়া বোঝায়
- Object: Verb -এর কাজ যার উপর প্রয়োগ হচ্ছে ।
উল্লেখ্য, আমরা আগেই বাংলা ও ইংরেজি বাক্যের গঠনের পার্থক্য আলোচনা করেছি । তাই তোমারা আগেই জেনেছ SVU কি?
উদাহরণ:
রহিম (Subject) একটি বই (Object) পড়ে (Verb)। (Rahim reads a book.)
তিনি (Subject) প্রতিদিন (Adverb) অফিসে (Object) যান (Verb)। (He goes to office every day.)
উপরে ভালো করে লক্ষ্য কর প্রতিটি বাক্যে (SVU) নিয়ম পালিত হয়েছে ।
কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
He/She/It বা যেকোনো third Person Singular Number Subject -এর সাথে Verb -এর শেষে -s বা -es যোগ করতে হয়। যেমন: He goes, She Plays.
মনে রেখ Sentence এর রুপভেদে এই গঠন সামান্য পরিবর্তন হয়। এখানে শুধু Assertive Sentence এর নিয়ম দেখানো হল ।
Quiz on Present Indefinite Tense(Assertive Sentence )
আগের অধ্যায়গুলি দেখতে পারো
- Forms of Verbs
- Usefull Regular Verbs-1
- Usefull Regular Verbs-2
- Useful Irregular 100 Verbs
- Usefull Naming Words Part-1
- Usefull Naming Words part-2
- Writing Style Difference between bengali and English
অথবা দেখতে দেখতে পারো
অথবা দেখ QSH India page যেখানে সকল শ্রেণি ও বিষয় আছে ।