পোড়াচুনের রাসায়নিক সংকেত কী?
বাইকার্বনেট মূলকের সংকেত কী?
(NH₄)₂SO₄-এ অ্যামোনিয়াম মূলকের চার্জ কী?
কোন্ আয়নটি মস্তিষ্ক ও দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদানপ্রদানে গুরুত্বপূর্ণ নয়?
অম্বল বা অ্যাসিডিটির ওষুধ কী?
বস্তুর জাড্য ধর্ম নির্ভর করে কী-এর ওপর?
108 কিমি/ঘণ্টার সমানানুপাত কত মি/সে?
মানসিক চাপ বাড়লে দেহে অ্যাসিডের পরিমাণ কমে যায়। এটি সত্য না মিথ্যা?
কাচের রং সবুজ করতে কোন ধাতু ব্যবহার করা হয়?
এক বালতি জল ও বরফের মিশ্রণের তাপমাত্রা কী হবে?
কোনো ক্যাটায়নে প্রোটন সংখ্যা P এবং ইলেকট্রন সংখ্যা e হলে, এদের মধ্যে সম্পর্ক কী?
নিউটন কোন্ ভৌতরাশির একক?
ভিনিগারের pH-এর মান কত?
পরিবেশের উয়তা বেড়ে গেলে পাপড়ি খুলে যায়, এমন একটি ফুল কী?
আয়নায় গঠিত প্রতিবিম্বের কারণ কী?
মানবদেহে রক্ত গঠনে মূল ধাতুটি কী?
নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী পাওয়া যায়?
নীচের কোন্ শব্দটিকে সমতল আয়নার সামনে ধরলে আয়নাতে যা পড়া যাবে, তাও একটি অর্থপূর্ণ শব্দ হবে?
একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কী হয়?
কীসের অভাবে গয়টার রোগ হয়?
পরমাণু ইলেকট্রন গ্রহণ করে বা উৎপন্ন করে, যৌগ মেশানো হয় কী দ্বারা?
বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে কি? এটি সত্য না মিথ্যা?
আকাশে উপস্থিত রংধনু গঠনের প্রধান কারণ কী?