চোখের মণিতে সাদা দাগ কোন্ ভিটামিনের অভাবে হয়?
মুখবিবরে জল কীরূপে অবস্থান করে?
সর্পগন্ধা গাছ থেকে তৈরি ওষুধটির নাম কী?
পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যেতে পারে এমন একটি জীব কী?
একটি তেজস্ক্রিয় পদার্থের নাম কী?
পাস্তুরাইজেশন আবিষ্কার করেন কে?
NASA অবস্থিত কোথায়?
পোলিয়ো রোগের জীবাণুর প্রকৃতি কী?
সুন্দাল্যান্ড বায়োডাইভারসিটি অঞ্চলটি অবস্থিত কোথায়?
বনের গভীরতা যত বাড়ে, শব্দ প্রাবল্য তত কী হয়?
WHO-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
'ল্যাথিরিজন' রোগটি হয় কী দ্বারা?
কোন্ রোগে মাংসপেশির পক্ষাঘাত দেখা যায়?
কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হওয়ার পর পরিণত হয় কীতে?
আয়রন টনিকের বদলে কী ব্যবহার করা যেতে পারে?
প্রদত্ত কোন্ উদ্ভিদটি অ্যান্টিসেপটিকরূপে কাজ করে?
অতিরিক্ত প্রোটিন শরীরে সঞ্চিত হলে যে রোগের সৃষ্টি হয় তা হল কী?
তোমার দেহে শক্তির উৎস কী?
সত্য নাকি মিথ্যা বল ।
সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের কারণ হল বিশ্ব উন্নয়ন।