দিনের বেলা তারা দেখা যায় না কেন?
তারা মিটমিট করে কেন?
খালি চোখে কতটি তারা দেখা যায়?
উত্তর দিক ঠিক করতে কোন তারা ব্যবহার করা হয়?
টেলিস্কোপ কী?
টেলিস্কোপের জন্য তৈরি করা বিরাট গোলাকার গম্বুজকে কী বলে?
সৌরজগতের কেন্দ্রে কী অবস্থান করে?
সূর্য কী?
সূর্য কত বছর আগে তৈরি হয়েছিল?
সূর্য থেকে কী কী নির্গত হয়?
সৌরজগতে কয়টি গ্রহ আছে?
সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি?
দূরত্বের বিচারে পৃথিবী সূর্য থেকে কত নম্বর গ্রহ?
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
টেলিস্কোপ দিয়ে শুধুমাত্র তারা দেখা যায়।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
নীহারিকা থেকে নক্ষত্রের জন্ম হয়।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
সূর্য একটি লাল তারা।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
শুক্র গ্রহ ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণ আছে।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
মঙ্গল গ্রহ লাল দেখায় কারণ এর মাটিতে আয়রন অক্সাইড আছে।
জোড়া মেলাও
জোড়া মেলাও
জোড়া মেলাও
জোড়া মেলাও
জোড়া মেলাও
জোড়া মেলাও