Total Questions: 31
Total Marks: 53
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
শনির বলয় তৈরি বরফ আর পাথর দিয়ে।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো উচিত।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
নক্ষত্রমণ্ডল হল কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করে তৈরি আকৃতি।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
এক আলোকবর্ষ হল এক বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
বুধ গ্রহে প্রচুর গর্ত আছে।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
শুক্র গ্রহ পৃথিবীর চেয়ে বেশি উত্তপ্ত।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
বৃহস্পতি গ্রহের মাধ্যাকর্ষণ পৃথিবীর চেয়ে বেশি।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
শনি গ্রহের বলয় আছে।
সত্য বা মিথ্যা নির্ণয় কর।
ইউরেনাস গ্রহের রং সবুজ।
জোড়া মেলাও
জোড়া মেলাও
জোড়া মেলাও
জোড়া মেলাও
জোড়া মেলাও
জোড়া মেলাও
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
সূর্যের বাইরের দিকের তাপমাত্রা কত?
পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়?
সূর্যরশ্মির কত ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়?
সূর্যের গায়ে কালো দাগের মতো দেখায় কেন?
সৌরকলঙ্ক কী?
মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত কত বছর?
সূর্যগ্রহণ কী?
সৌরঝড় কী?
কত বছর অন্তর সৌরঝড় জোরালো হয়?
সৌরঝড়ের সময় কী কী সমস্যা হতে পারে?
খালি চোখে সূর্যের দিকে তাকালে কী হতে পারে?
সন্ধ্যাতারা আসলে কী?
গ্রহের নিজস্ব আলো আছে কি?
গ্রহ কীসের আলোয় আলোকিত হয়?
গ্রহ কীসের চারদিকে ঘোরে?