আধুনিক সভ্যতার একটি উপকারী বর্জ্য পদার্থ হল প্লাস্টিক।
সঠিক উত্তরটি নির্বাচন করো: দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা—এটি 4R পদ্ধতির কোন দিককে তুলে ধরে?
জৈবিক প্রক্রিয়ায় বিশ্লিষ্ট হয় এমন আবর্জনা বা বর্জ্য পদার্থ হল—
কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্য পদার্থে থাকে—
গৃহস্থালির কঠিন আবর্জনার অনেকাংশ পুনর্ব্যবহার করা যায় যে সার তৈরির মাধ্যমে তা হল
থার্মোকলের টুকরো হল
আবর্জনা প্রক্রিয়াকরণের উপায় কীভাবে করা যায়?
ঘরবাড়ি, স্কুল-কলেজ ও বাজার-হাটে তৈরি হয় প্রচুর—
একটা জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হল—
ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করা হল প্রত্যাখ্যান করা (Refuse)।
গৃহস্থালি বা অন্যান্য আবর্জনার জৈব অংশ কম্পোস্ট সারে পরিণত করা হয়
নীচের কোন্ বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারে?
পরিবেশে আবর্জনা আমাদের কী করে?
কম্পোস্ট হল একধরনের—