যে দুটি স্তরের মধ্যে গুটেনবার্গ বিচ্ছিন্নতা রেখা অবস্থান করছে, তা হল -
ডোলেরাইট, গ্রানাইট, ব্যাসল্ট, অবসেডিয়ান হল একটি উপপাতালিক আগ্নেয় শিলার উদাহরণ -
বজ্রবিদ্যুৎসহ ভীষণ ঝড়বৃষ্টি হয় -
ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় প্রধানত -
দক্ষিণ আফ্রিকার কেপটাউন অঞ্চলে দেখা যায় -
'নিশীথ সূর্যের দেশ' হল -
ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত প্রধান গ্যাসটি হল -
একটি অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি হল -
অস্ট্রেলিয়ার উচ্চতম পর্বতশৃঙ্গ হল -
পাপুয়া নিউগিনির একমাত্র নদীটি হল -
সত্য বা মিথ্যা লিখো
অভিসারী পাতসীমানার অপর নাম গঠনকারী পাতসীমানা।
সত্য বা মিথ্যা লিখো
ব্যাসল্ট শিলা চ্যাপটা আকৃতির ভূমিরূপ গঠন করে।
সত্য বা মিথ্যা লিখো
নিম্নচাপ অঞ্চলে বাতাসের চাপ কম থাকে।
সত্য বা মিথ্যা লিখো
তুষাররেখার উচ্চতা সমুদ্রতল থেকে প্রায় ২৭০০ মিটার।
সত্য বা মিথ্যা লিখো
অস্ট্রেলিয়ায় উষ্ণমরুভূমি জলবায়ু দেখা যায়।