ভগৎ সিং কেন স্যান্ডার্সকে হত্যা করেন?
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত খ্রিস্টাব্দে হয়েছিল?
কেন্দ্রীয় আইনসভা কক্ষে বোমা ফেলার ঘটনায় কারা জড়িত ছিলেন?
‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ ডাক দিয়েছিলেন কে?
দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন্ কোন্ দেশ দুটি দলে বিভক্ত ছিল?
চিত্তরঞ্জন দাশের মৃত্যু কত সালে হয়?
রাওলাট আইন সংঘটিত হয় কত সালে?
দিল্লির লালকেল্লায় কারা ‘দেশদ্রোহী’ হিসেবে অভিযুক্ত হয়েছিল?
নৌ বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে ‘নাইট’ উপাধি ত্যাগ করেন?
চৌরিচৌরা গ্রাম কোন জেলায় অবস্থিত?
স্বরাজ্য দল কে গঠন করেন?
খান আবদুল গফফার খানের বাহিনীর নাম কী ছিল?
ভারতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কী ছিল?
মন্টেগু-চেমসফোর্ড সংস্কার কত সালে চালু হয়েছিল?
গান্ধিজির স্বরাজ ভাবনার মূল বক্তব্য কী ছিল?
রাওলাট সত্যাগ্রহের সময় কোন ঘটনাটি ঘটে?
খিলাফত আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
চৌরিচৌরা ঘটনার পরে গান্ধিজি কী করেছিলেন?
সাইমন কমিশনের বিরোধ কেন করা হয়েছিল?
ডান্ডি অভিযানের প্রধান লক্ষ্য কী ছিল?
আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
কাকোরি ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত হয়েছিলেন?
লাহোর ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন?