সঠিক উত্তরটি নির্বাচন করো একটি উপচিতি বিপাকের উদাহরণ হল-
সালোকসংশ্লেষ
শ্বসন
রেচন
বৃদ্ধি
মহাকাশযানে যে এককোশী শৈবালটি রাখা হয় তা হল-
ভলভক্স
ক্লোরেল্লা
স্পাইরোগাইরা
শৃশনি
মসবর্গের দেহে যে কাণ্ডসদৃশ অংশ বর্তমান, সেটি হল-
ফাইলিড
কলিড
রাইজয়েড
কান্ড
দেহত্বকে নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের কোশ থাকে-
পরিফেরা
নিমাটোড
টিনোফেরা
নিডারিয়া
এককোশী প্রাণী যার সালোকসংশ্লেষ সম্পন্ন হয়-
কারা
ক্রাইস্যামিবা
হাইড্রা
সাইকন
এনার্জি করেন্সি বলে পরিচিত-
ATP-কে
ADP-কে
NADP-কে
PGA-কে
উদ্ভিদের ম্যাক্রোপরিপোষক মৌলটি হল-
Ca
Cl
Cu
Zn
লোহিত রক্তকণিকার গড় আয়ুষ্কাল-
15 দিন
120 দিন
10 দিন
3 দিন
এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ হল-
কার্ডিয়ো লিপিন
ভেষজ পদার্থ
IgG
IgM
BCG টিকা দেওয়া হয়-
ম্যালেরিয়া
টাইফয়েড
হাম
টিউবারকিউলোসিস
এদের মধ্যে কোনটি সায়ানো ব্যাক্টেরিয়া?
ক্লসট্রিডিয়াম
নস্টক
রাইজোবিয়াম
অ্যাজোটোব্যাক্টর
জেরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট-
শ্বাসমূল
গ্রন্থিকাণ্ড
কণ্টকপত্র
স্পঞ্জিকাণ্ড
বাস্তুতন্ত্রে সমগ্র শক্তির উৎস হল-
উদ্ভিদ
সূর্য
জল
মাটি
দশ শতাংশ সূত্রটি প্রবর্তন করেন বিজ্ঞানী-
লিন্ডেম্যান
হিল
লিনিয়াস
মেন্ডেল
অরণ্য ধ্বংস হলে যে ঘটনাটি হয়, সেটি হল-
ভূমিক্ষয়
জীববৈচিত্র্যের হ্রাস
বৃষ্টিপাতের হ্রাস
সবকটি