জীব ও তার চারপাশের পরিবেশের অন্তঃক্রিয়াই হল-
ইকোলজি
ইকোস্ফিয়ার
ইকোসিস্টেম
ইকোটোন
মানবশিশুকে জন্মের পর যে টিকাটি দেওয়া হয়, তা হল-
DPT ভ্যাকসিন
BCG ভ্যাকসিন
MMR ভ্যাকসিন
OPV
কোন্ শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে?
বেসোফিল
নিউট্রোফিল
ইয়োসিনোফিল
মনোসাইট
TCA চক্র সংঘটিত হয়-
গলগিবডিতে
নিউক্লিয়াসে
সাইটোপ্লাজমে
মাইটোকনড্রিয়ায়
বায়োফার্টিলাইজার বা জৈবসার হিসেবে কোনটি ব্যবহৃত হয় না?
ব্যাসিলাস পুরিনজেনসিস
রাইজোবিয়াম
নস্টক
মাইকোরাইজা
অ্যান্টিবডি থাকে যে রক্তের গ্রুপে-
A
B
AB
B ও O
পিরিমিডিন ক্ষার নয়-
অ্যাডেনিন
ইউরাসিল
থাইমিন
সাইটোসিন
উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হল-
নিকোটিন
গঁদ
রজন
তরুক্ষীর
একটি জৈব অ্যাসিড হল-
নাইট্রিক অ্যাসিড
সালফিউরিক অ্যাসিড
ম্যালিক অ্যাসিড
হাইড্রোক্লোরিক অ্যাসিড
জোন অব এক্সক্লুশন অঞ্চলটি যুক্ত থাকে-
গলগিবস্তুর সঙ্গে
মাইটোকনড্রিয়ার সঙ্গে
লাইসোজোমের সঙ্গে
SER-এর সঙ্গে
জাইলেমের সজীব উপাদানটি হল-
ট্রাকিড
ট্রাকিয়া
জাইলেম প্যারেনকাইমা
জাইলেম তত্ত্ব
মেটারনাল অ্যান্টিবডি হল-
IgG
IgM
IgA
IgE
T-লিম্ফোসাইট যে অনাক্রম্যতার সঙ্গে যুক্ত, তা হল-
সহজাত
রসভিত্তিক
কোশভিত্তিক
নিষ্ক্রিয়
'Lock-Jaw' দেখা যায় যে রোগে-
যক্ষ্মা
ডেঙ্গু
ম্যালেরিয়া
টিটেনাস
VAM হল-
সায়ানোব্যাকটেরিয়া
এন্ডোমাইকোরাইজা
এক্টোমাইকোরাইজা
স্পাইরোকিটি