নির্দেশ: নীচের বক্তব্যটি সত্য না মিথ্যা লেখো।
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সন্দকফু।
'ভারতের আয়রন ওর' বলা হয়-
ছোটনাগপুর মালভূমিকে
ময়ূরভঞ্জ মালভূমিকে
মেঘালয় মালভূমিকে
দণ্ডকারণ্য মালভূমিকে
নির্দেশ: বামদিকের সাথে ডানদিক মেলাও:
Doctor's Wind
নদীর সমভূমি প্রবাহ
ইউট্রোফিকেশান
কালবৈশাখী
হারমাট্টান
মার্চ-এপ্রিল
প্লাবনভূমি
প্রাণীর মৃত্যু
'ভারতের সিলিকন ভ্যালি' বলা হয়-
বেঙ্গালুরুকে
হায়দ্রাবাদকে
গুড়গাঁওকে
নোয়েডাকে
নীচের কোন নদীটি আরব সাগরে পতিত হয় না?
নর্মদা
তাপ্তী
মন্দাকিনী
শরাবতী
'ভারতের মেরুদণ্ড' বলা হয়-
পূর্বঘাট পর্বতমালাকে
পশ্চিমঘাট পর্বতমালাকে
আরাবল্লী পর্বতমালাকে
হিমালয় পর্বতমালাকে
'ভারতের ম্যানচেস্টার' বলা হয়-
মুম্বাইকে
আহমেদাবাদকে
কানপুরকে
সুরাটকে
নির্দেশ: নীচের বক্তব্যটি সত্য না মিথ্যা লেখো।
দার্জিলিং হিমালয়ের পাদদেশে অবস্থিত।
'ভারতের সবচেয়ে বড়ো বন্দর' -
মুম্বাই বন্দর
কান্দলা বন্দর
কলকাতা বন্দর
চেন্নাই বন্দর
ভারতের 'জাতীয় জলপথ-১' কোথায় অবস্থিত?
গঙ্গা নদীতে
ব্রহ্মপুত্র নদীতে
নর্মদা নদীতে
গোদাবরী নদীতে
'ভারতের রুটির ঝুড়ি' বলা হয়-
পাঞ্জাব ও হরিয়ানাকে
পশ্চিমবঙ্গকে
অন্ধ্রপ্রদেশকে
উত্তরপ্রদেশকে
'ভারতের কয়লা রাজধানী' বলা হয়-
রাঁচিকে
দিল্লিকে
জামশেদপুরকে
ধানবাদকে
নীচের কোন রাজ্যে 'চিপকো আন্দোলন' সংগঠিত হয়েছিল?
কেরালা
উত্তরাখণ্ড
উত্তরপ্রদেশ
মধ্যপ্রদেশ
নির্দেশ: নীচের বক্তব্যটি সত্য না মিথ্যা লেখো।
ভারতের দীর্ঘতম নদী গঙ্গা।
নির্দেশ: নীচের বক্তব্যটি সত্য না মিথ্যা লেখো।
ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।