নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে-
৭ গুণ
২ গুণ
৬ গুণ
৬৪ গুণ
আয়ার্ল্যান্ড ব্যাক স্থানটি বিখ্যাত-
মৎস্য চাষের জন্য
চলচ্চিত্র শিল্পের জন্য
তথ্য প্রযুক্তি শিল্পের জন্য
কার্পাস চাষের জন্য
নির্দেশ: বামদিকের সাথে ডানদিক মেলাও:
কয়েম্বাটোর
মোবাইল ফোন
উত্তর-পূর্ব ভারত
কোলেক
আধুনিক যোগাযোগ ব্যবস্থা
কৃষ্ণা ও গোদাবরী নদীর মধ্যে
দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার
ঝুমচাষ
কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয়-
প্ল্যাটফর্ম
সেন্সর
ল্যান্ডস্যাট
রাডার
স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হল-
ভূপ্রকৃতি
মাটি
জলবায়ু
নদনদী
জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল-
ল্যান্ডফিল
কম্পোস্টিং
ওভারফিলিং
কম্পাউন্ডিং
পশ্চিমঘাটের ফলঘাট গিরিপথটি অবস্থিত-
পালনির কাছে
মুম্বাইয়ের কাছে
পুনের কাছে
নাসিকের কাছে
২০১১ খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হল-
৪৯টি
৫১টি
৫৩টি
৫৫টি
ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে-
অস্ট্রেলিয়ায়
আফ্রিকায়
অ্যান্টার্কটিকায়
আলজেরিয়ায়
যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হল-
জমীভবন
পর্যায়ন
নগ্নীভবন
আবহবিকার
শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত-
কৃষ্ণা নদীতে
কাবেরী নদীতে
গোদাবরী নদীতে
মহানদীতে
আধুনিক শিল্পাদানব বলা হয় যে শিল্পকে, সেটি হল-
পেট্রোরসায়ন শিল্পকে
তথ্য প্রযুক্তি শিল্পকে
বস্ত্রবয়ন শিল্পকে
লোহা ও ইস্পাত শিল্পকে
চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে-
সিজিগি
অ্যাপোজি
পেরিজি
অনুসূর্য
সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হল-
খরিফ শস্য
রবি শস্য
জায়িদ শস্য
কোনোটিই নয়
বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হল-
গাঁট/নট
মিলিবার
কিমি