বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো:
আয়রনের সংকর ধাতু
ক্ষার ধাতু
বিমানের কাঠামো তৈরি করতে লাগে
নিকটোজেন
ডুরালুমিন
N
ইনভার
সোডিয়াম
প্রধান গ্রিন হাউস গ্যাসটি হল-
CFC
CO₂
CH₄
N₂O
কোন্ উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়-
0°C
-273°C
273K
OKl
একটি গ্যাসের বাষ্পঘনত্ব 8, 24g ভরের ওই গ্যাসের STP-তে আয়তন হবে-
6.72L
22.4L
67.2 L
33.6L
তাপ পরিবাহিত সর্বাধিক
তামার
রুপোর
হিরের
অ্যালুমিনিয়ামের
বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য-
বাড়ে
কমে
একই থাকে
নির্দিষ্ট নয়
ভোল্ট X কুলম্ব যে রাশির একক, সেটি হল-
প্রবাহমাত্রা
বিভব প্রভেদ
তড়িৎ ক্ষমতা
কার্য
বালোচক্রে কোন্ তরল ব্যবহৃত হয়-
জল
কোরোসিন
পারদ
নুনজল
1 MEV কত নিউক্লিয়ার শক্তি-
1.6×10⁻¹⁰J
1.6×10⁻¹³J
1.6×10⁻¹⁵J
1 কিলোওয়াট ঘণ্টা কত জুলের সমান-
3.6×10⁶ J
3.6×10⁵ J
3.6×10⁴ J
1.6×10⁻¹⁹J
প্রথম পর্যায় এবং তৃতীয় পর্যায়ের মৌল সংখ্যার অন্তর হল-
0
8
8
16
প্রদত্ত কোন্ যৌগটি আয়ণীয় যৌগ নয়-
NaCl
NaH
CaCl₂
H₂O
তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে-
জারণ
বিজারণ
প্রতিস্থাপন
সংযোজন
নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করা যায়-
CO₂
NH₃
H₂S
N₂
কোন্ অ্যানায়নের উপস্থিতিতে লোহায় দ্রুত মরচে পড়ে-
N³⁻
Cl⁻
PO₄³⁻
S²⁻
LPG-এর প্রধান উপাদান-
মিথেন
ইথেন
বিউটেন
হেক্সেন