টিকটিকি কোন ধরনের প্রাণী?
পাখি
সরীসৃপ
স্তন্যপায়ী
উভচর
প্রাণীদের শ্বাস-প্রশ্বাসের জন্য কোন গ্যাস প্রয়োজনীয়?
নাইট্রোজেন
অক্সিজেন
কার্বন ডাইঅক্সাইড
হাইড্রোজেন
সবুজ গাছপালা শ্বাস-প্রশ্বাসের সময় কোন গ্যাস গ্রহণ করে?
অক্সিজেন
কার্বন ডাইঅক্সাইড
নাইট্রোজেন
হাইড্রোজেন
পাতা খায় এমন কোন প্রাণী?
বেড়াল
ঘোড়া
ছাগল
ইঁদুর
মাছের শ্বাস-প্রশ্বাসের অঙ্গ কী?
ফুসফুস
গিল
ত্বক
ট্র্যাকিয়া
তিমি মাছ কীভাবে শ্বাস-প্রশ্বাস নেয়?
ফুসফুস দিয়ে
গিল দিয়ে
ত্বক দিয়ে
ট্র্যাকিয়া দিয়ে
কুমির কীভাবে শ্বাস-প্রশ্বাস নেয়?
ফুসফুস দিয়ে
গিল দিয়ে
ত্বক দিয়ে
ট্র্যাকিয়া দিয়ে
সাপের শ্বাস-প্রশ্বাসের অঙ্গ কী?
ফুসফুস
গিল
ত্বক
ট্র্যাকিয়া
মানুষের শ্বাস-প্রশ্বাসের প্রধান অঙ্গ কী?
ফুসফুস
গিল
ত্বক
ট্র্যাকিয়া
পাখির শ্বাস-প্রশ্বাসের অঙ্গ কী?
ফুসফুস
গিল
ত্বক
ট্র্যাকিয়া
শ্বাস-প্রশ্বাসের সময় বাতাস প্রথমে কোথায় প্রবেশ করে?
নাকে
মুখে
কণ্ঠনালীতে
ফুসফুসে
শ্বাস-প্রশ্বাসের সময় বাতাস শেষ পর্যন্ত কোথায় পৌঁছায়?
নাকে
মুখে
কণ্ঠনালীতে
ফুসফুসে