বল পরিমাপের সূত্রটি হল
ভর x বেগ
ভর x ত্বরণ
ভর x সরণ
ভর x দ্রুতি
সিনেমার পর্দা হওয়া উচিত
সাদা ও অমসৃণ
সাদা ও মসৃণ
রঙিন ও অমসৃণ
রঙিন ও মসৃণ
পরমাণুতে উপস্থিত আধানহীন কণা
ইলেকট্রন
প্রোটন
নিউট্রন
সবকটি
কোন্ গ্যাস নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে?
কার্বন ডাইঅক্সাইড
হাইড্রোজেন
নাইট্রোজেন
অক্সিজেন
কার্বনের একটি নিয়তাকার রূপভেদের নাম হল
কোক
গ্যাসকার্বন
হিরে
চারকোল
তরলের চাপ ক্রিয়া করে
শুধু নীচের দিকে
শুধু পাশের দিকে
শুধু উপরের দিকে
সবদিকে সমানভাবে
সমতল দর্পণে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে
90°
60°
50°
0°
জলের সংকেত হল
NaCl
H2O
CO2
HCI
হাইড্রোজেন অণু কয়টি পরমাণু দ্বারা গঠিত?
1
2
3
4
একটি কঠিন জ্বালানির নাম হল
LPG
কেরোসিন
কাঠ
পেট্রোল
সত্য না মিথ্যা লেখো:
একটি গ্রিনহাউস গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড।
সত্য না মিথ্যা লেখো:
জীবের শ্বাসকার্যের অপরিহার্য উপাদান হল হাইড্রোজেন।
শুম্ভ মেলাও
ভর
পদার্থের ঘনত্ব পরিমাপের একক
তাপমাত্রা পরিমাপের একক
নিউটন
বলের একক
ডিগ্রি সেলসিয়াস
গ্রাম
মিলিগ্রাম প্রতি ঘন সেন্টিমিটার