Install our QSH India App. Less than 2 MB.

পেমেন্দ্র মিত্রের কবিতা মিষ্টি, পঞ্চম শ্রেণির বাংলা বিষয়

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ের কবিতা ‘মিষ্টি’ যেটি লিখেছেন কবি পেমেন্দ্র মিত্র। এই কবিতাটি পাঠ, ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ শব্দগুলির অর্থ ও প্রশ্ন-উত্তরে একটি ক্যুইজ দেওয়া হয়েছে। QSH India WBBSE তোমাদের জন্য নিয়মিত নিয়ে আসছে মজাদার পদ্ধতিতে শিক্ষালাভের নতুন ব্যাবস্থা।
চলো, আমরা কবিতার গভীরে গিয়ে কবির এই ভাবনাটাকে বোঝার চেষ্টা করি।

Total Questions: 22

Total Marks: 30

Total Slides: 4

Rate this Quiz

Average Rating: 0 / 5 (0 votes)

Click on a star to rate:

মিষ্টি: জীবনের প্রকৃত স্বাদ

এই কবিতাটি আমাদের জীবনকে এক নতুন চোখে দেখতে শেখাবে। আচ্ছা, তোমাদের কেমন জীবন ভালো লাগে? একটা একদম সোজা-সাপ্টা পথ, যেখানে কোনো হোঁচট খাওয়ার ভয় নেই? নাকি এমন একটা পথ, যা একটু কঠিন, যেখানে মাঝে মাঝে পড়ে যাওয়ার ভয় আছে, কিন্তু সেই পথটা পার করার মধ্যে একটা দারুণ আনন্দও আছে?

poem misti by premendra mitra a comprehensive explanation-quiz and reading

আমাদের আজকের কবিতায় কবি ঠিক এই প্রশ্নটাই তুলে ধরেছেন। তিনি বলছেন, যে আকাশে ঝড়-বৃষ্টি নেই, যে পথে হোঁচট খাওয়া বা পিছলে পড়ার ভয় নেই, সেই জীবনটা আসলে খুব বিরক্তিকর। কবি মনে করেন, যে মানুষ এমন একটা সহজ, সরল, বাধাহীন জীবন পেয়ে মজা পায়, সে আসলে বোকা! কারণ সে জীবনের আসল আনন্দটাই উপভোগ করতে পারে না।

এই কবিতার মাধ্যমে কবি আমাদের বোঝাতে চেয়েছেন যে, জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার বাঁধা-বিপত্তি আর চ্যালেঞ্জের মধ্যে। ঝড়, বৃষ্টি, রোদ, দুঃখ—এই সবকিছু নিয়েই আমাদের জীবন। আর এই কঠিন পথ পাড়ি দেওয়ার মধ্যেই আছে সবচেয়ে বড় আনন্দ, যা পৃথিবীর সবকিছুর চেয়ে ‘মিষ্টি’।

মিষ্টি কবিতার মূলভাব: চ্যালেঞ্জই জীবনের আসল স্বাদ

প্রেমেন্দ্র মিত্রের ‘মিষ্টি’ কবিতাটির মূলভাব হলো, বাধাহীন, সরল জীবন আসলে আনন্দহীন। জীবনের প্রকৃত সার্থকতা ও মাধুর্য নিহিত রয়েছে কঠিন পথ অতিক্রম করার মধ্যে। কবি এখানে একটি চ্যালেঞ্জিং বা সংগ্রামমুখর জীবনকেই আহ্বান জানিয়েছেন।

মিষ্টি কবিতার প্রথম স্তবকের সারমর্ম

কবিতার প্রথম অংশে কবি প্রশ্ন করেছেন, এমন আকাশ বা এমন পথ কি আমাদের ভালো লাগতে পারে, যেখানে কোনো ঝড়, মেঘ, রোদ, বৃষ্টির মতো বৈচিত্র্য নেই? যেখানে পিছলে পড়া বা হোঁচট খাওয়ার মতো ছোটখাটো বিপদ বা দুঃখ নেই? কবির মতে, এমন জীবন একঘেয়ে এবং স্বাদহীন। তাই তিনি সেই ব্যক্তিকে ‘মূর্খ’ বলেছেন, যে এমন নিস্তরঙ্গ পথে চলতে মজা পায়। কারণ সেই ব্যক্তি জয়ের আনন্দ বা অভিজ্ঞতা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হয়।

মিষ্টি কবিতার দ্বিতীয় স্তবকের সারমর্ম

কবিতার দ্বিতীয় অংশে কবি তাঁর নিজের আকাঙ্ক্ষার কথা বলেছেন। তিনি চান তাঁর যাত্রাপথ ‘চড়াই-ভাঙা’ অর্থাৎ উঁচু-নিচু ও কঠিন হোক। সেই পথে ঝড়, বৃষ্টি, রোদ—সবই থাকবে। কারণ এই সবকিছুর মিশ্রণেই জীবন পূর্ণতা পায়। কবিতার শেষ লাইনে কবি চূড়ান্ত কথাটি বলেছেন—কঠিন পথ বেয়ে উপরে ওঠার চেষ্টার মধ্যেই যে আনন্দ আছে, সেটাই পৃথিবীর সেরা ‘মিষ্টি’ স্বাদ। অর্থাৎ, কষ্ট করে কিছু অর্জন করার আনন্দই পৃথিবীর সেরা আনন্দ।

আশাকরি, তোমরা মিষ্টি কবিতাটি সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং এই কবিতাতে থাকা সকল প্রশ্নের উত্তর করতে পারবে। আর ক্যুইজ অংশে থাকা কিছু স্লাইড আছে যেখানে কবিতাটি পাঠ করে দেওয়া হয়েছে, এবং লাল সবুজ রঙের শব্দগুলি স্পর্শ করলে শব্দ গুলির অর্থ পাবে আর Expalin বটন এ ক্লিক করলে কবিতার ব্যখ্যা ও পেয়ে যাবে। ব্যাপারটা খুব মজার নয়? আশাকরি তোমাদের খুব ভালো লাগছে।

এবার দেখ এই ক্যুইজতি কেমন লাগছে?

তোমারা কেমন শিখলে পেমেন্দ্র মিত্রের কবিতা মিষ্টি থেকে তার প্রমান দাও এই ক্যুইজটি খেলে।

Instructions

  • ... Fill in the blank from a list of options.
  • Tappable Quiz A tappable word that opens a quiz.
  • Tappable Info A tappable word that reads you information.

 

Share this:

Leave a Comment

×

Available Courses

ASK