ইংরেজি ব্যাকরণে, Verb অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। Verb বলতে কোন কাজ করা বোঝায়। বাক্যের অর্থ সম্পূর্ণ করতে এবং কাল (Tense) নির্দেশ করতে Verb-এর বিভিন্ন Form ব্যবহৃত হয়। বাংলা তোমাদের জন্য Verb-এর Form গুলো বোঝা একটু কঠিন হতে পারে। তাই এখানে Verb-এর Form গুলো সহজভাবে বাংলায় ব্যাখ্যা করা হয়েছে।
Verb-এর Form
সাধারণত, একটি Verb-এর পাঁচটি Form থাকে:
- Base Form (V1): Verb-এর মূল রূপ। একে Present Form ও বলা হয়।
- Past Simple Form (V2): অতীতকালে কোন কাজ করা হয়েছিল বোঝাতে ব্যবহৃত হয়।
- Past Participle Form (V3): Perfect Tense এবং Passive Voice গঠনে ব্যবহৃত হয়।
- Present Participle Form (V-ing): Continuous Tense গঠনে ব্যবহৃত হয়। একে Gerund ও বলা হয় যখন এটি Noun হিসেবে কাজ করে।
- Third Person Singular Present Simple Form (V-s/es): Present Simple Tense-এ Subject যখন Third Person Singular Number (he, she, it) হয় তখন ব্যবহৃত হয়।
Regular Verb এবং Irregular Verb
Verb গুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়ঃ
- Regular Verb: যে সকল Verb-এর Base Form বা Present From থেকে Past Simple Form (V2) বা Past Participle Form (V3) তে পরিবর্তন করার জন্য Word এর শেষে ‘-ed’ বা ‘-d’ যোগ করে গঠন করা হয়, সেগুলোকে Regular Verb বলে।
- Irregular Verb: যে সকল Verb-এর Base Form বা Present From থেকে Past Simple Form (V2) বা Past Participle Form (V3) তে পরিবর্তন করার জন্য Word এর শেষে ‘-ed’ বা ‘-d’ যোগ করে গঠন করা যায় না এবং তেমন কোন সুনির্দিষ্ট নিয়মও নেই সেগুলোকে Regular Verb বলে।
Base Form (V1) | Past Simple (V2) | Past Participle (V3) | Present Participle (V-ing) | 3rd Person Singular (V-s/es) | বাংলা অর্থ |
---|---|---|---|---|---|
Walk | Walked | Walked | Walking | Walks | হাঁটা |
Play | Played | Played | Playing | Plays | খেলা করা |
Talk | Talked | Talked | Talking | Talks | কথা বলা |
Love | Loved | Loved | Loving | Loves | ভালোবাসা |
Help | Helped | Helped | Helping | Helps | সাহায্য করা |
Work | Worked | Worked | Working | Works | কাজ করা |
Want | Wanted | Wanted | Wanting | Wants | চাওয়া |
Look | Looked | Looked | Looking | Looks | তাকানো |
Use | Used | Used | Using | Uses | ব্যবহার করা |
Learn | Learned/Learnt | Learned/Learnt | Learning | Learns | শেখা |
নিচের টেবিল এ Irregular Verbs এর উদাহরন দেওয়া হল ।
Base Form (V1) | Past Simple (V2) | Past Participle (V3) | Present Participle (V-ing) | 3rd Person Singular (V-s/es) | বাংলা অর্থ |
---|---|---|---|---|---|
Go | Went | Gone | Going | Goes | যাওয়া |
See | Saw | Seen | Seeing | Sees | দেখা |
Eat | Ate | Eaten | Eating | Eats | খাওয়া |
Do | Did | Done | Doing | Does | করা |
Be (am/is/are) | Was/Were | Been | Being | Is | হওয়া |
Have | Had | Had | Having | Has | থাকা |
Write | Wrote | Written | Writing | Writes | লেখা |
Read | Read | Read | Reading | Reads | পড়া |
Sing | Sang | Sung | Singing | Sings | গান করা |
Break | Broke | Broken | Breaking | Breaks | ভাঙ্গা |
Take | Took | Taken | Taking | Takes | নেওয়া |
কিছু গুরুত্বপূর্ণ টিপস
- Regular Verb গুলোর ক্ষেত্রে, Past Simple এবং Past Participle ফর্ম বানানোর নিয়মটা মনে রাখলেই চলবে।
- Irregular Verb গুলোর কোন নির্দিষ্ট নিয়ম নেই। এগুলো মুখস্থ করতে হবে।
বেশি বেশি অনুশীলন (Practice) করলে Verb-এর Form গুলো সহজেই আয়ত্তে চলে আসবে।
Sentence-এ Verb-এর Form গুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা খেয়াল করতে হবে।
1 thought on “Forms of Verbs । ক্রিয়ার রূপ”