English Grammar এর Power-Up Section এ আজকের আলোচনা Present Perfect Continuous Tense. এই Tense এর সংজ্ঞা, নিয়মাবলী, বাক্যের গঠন, উদাহরন, এবং একটি ক্যুইজ দিয়ে শেষ করব ।
Present Perfect Continuous Tense- সংজ্ঞা
কোন কাজ পূর্বে বা অতীতকালে শুরু হয়ে এখনও চলছে এমন বোঝায় অর্থাৎ এক সময়কাল ধরে চলছে এমন বোঝালে Present Perfect Continuous Tense অর্থাৎ পুরাঘটিত ঘটমান বর্তমান হয়।
উদাহরন-
- I have been travvelling for three days. (আমি তিনদিন ধরে ভ্রমন করছি।)
- He has been researching for five years.( তিনি পাঁচ বছর ধরে গবেষণা করছেন ।)
- You are playing football for two hours.( তুমি দুই ঘণ্টা ধরে ফুটবল খেলছ ।)
Present Perfect Continuous Tense- Synatax
Present Perfect Continuous Tense- এর syntax অর্থাৎ বাক্যের গঠনরীতি নিচে লক্ষ্য কর ।
- প্রথমে Subject বসে।
- এরপর Auxiliary (Helping) Verbs অর্থাৎ Have Been/Has Been বসে।
- এরপর Verb টি ing যোগ হয়ে বসে অর্থাৎ Present Participle (V+ing) রুপে বসে।
- এরপর সময়কালের সঙ্গে object ।
উল্লেখ্যঃ Present Continuous Tense এর মতই হয় Present Perfect Continuous Tense-শুধু পার্থক্য যে এই Tense এ একটি সময় কাল ধরে ক্রিয়া সম্পাদিত হয়।
আরও পড়