Tense ক্রিয়ার কাল

Tense কথার অর্থ হল ক্রিয়ার কাল । আমরা জানি যে যেকোনো ক্রিয়া বা কাজ যখন সম্পাদিত হয় তখন তা একটি সময়কে আশ্রয় করে সংঘটিত হয় । আর এই ক্রিয়ার সময়কাল নিয়ে English Grammar এ Tense অধ্যায়ে আলোচনা করা হয় ।

Tense হল তিন প্রকার। যথা-

  • Present Tense বর্তমান কাল
  • Past Tense অতীত কাল
  • Future Tense ভবিষ্যৎ কাল

আরও সূক্ষ্ম ও ব্যাপক ভাবে বিশ্লেষণ করলে প্রত্যেকটি Tense কে চার ভাগ করে ভাগ করা হয়। যথা-

  • Indefiinite
  • Continuous
  • Perfect
  • Perfect Continuous

 

Leave a Comment