QSH India Quiz Master

প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তরে সমৃদ্ধ ক্যুইজ এখানে দেওয়া হল। দেখুন মজার ছলে এই ক্যুইজগুলি খেলতে পারবেন। আর মজার বিষয় হল এই ক্যুইজের এক বিশেষ দিক হল প্রশ্নের পুনারা বৃত্তি ও করা হয়েছে তবে ভিন্ন ধর্মে, যা খুব মজাদার। একই সঙ্গে ক্যুইজ ও শেখা সমান্তরালে চলবে। QSH India Quiz Master আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ।

ইতিহাস বিষয়ক ক্যুইজ

অধ্যায় ভিত্তিক ইতিহাসের ক্যুইজমালা নিচে দেওয়া আছে । পছন্দ মত খেলতে ও শিখতে থাকুন ।

সম্পূর্ণ তালিকা → Click Here

ভূগোল বিষয়ক ক্যুইজ

অধ্যায় ভিত্তিক ভূগোল বিষয়ক ক্যুইজমালা নিচে দেওয়া আছে । পছন্দ মত খেলতে ও শিখতে থাকুন ।

সম্পূর্ণ তালিকা → Click Here

পদার্থ বিজ্ঞান বিষয়ক ক্যুইজ

সম্পূর্ণ তালিকা → Click Here

রসায়ন বিজ্ঞান বিষয়ক ক্যুইজ

সম্পূর্ণ তালিকা → Click Here

QSH India Quiz Master এর লক্ষ্য

QSH India মুলত স্কুল বিভাগীয়  ছাত্র ছাত্রীদের জন্য পাঠদান ও ক্যুইজ তৈরি করে । আগামীতে পশ্চিম বঙ্গ ও কেন্দ্রীয় সকারের বিভিন্ন বিভাগে নিয়োগ হবে। আর তার পরীক্ষার জন্য সাধারান পাঠ বিষয়ে অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নেওয়া খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নে সাজানো ক্যুইজ তৈরি করছি ।