বিশ্ববিখ্যাত রসায়নবিদ ও তাঁদের অবদান নিয়ে এই ক্যুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। এই ক্যুইজের মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করো।
বিশ্ববিখ্যাত রসায়নবিদ ও তাঁদের অবদান: ক্যুইজ শুরু করো
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 12
রসায়নের জনক কাকে বলা হয়?
পরমাণুবাদ তত্ত্ব কে দিয়েছিলেন?
পর্যায় সারণী কে আবিষ্কার করেন?
রেডিওঅ্যাকটিভিটি কে আবিষ্কার করেন?
পেনিসিলিন আবিষ্কার করেন কে?
রাসায়নিক বন্ধন তত্ত্বের জনক কে?
অ্যাসিড-ক্ষার তত্ত্বের (প্রোটোনিক) জনক কে?
প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত রসায়নবিদ কে?
জলের তড়িৎ বিশ্লেষণ প্রথম কে করেন?
আর্গন গ্যাস কে আবিষ্কার করেন?
সৌর বর্ণালী বিশ্লেষণ কে করেন?
পিএইচ (pH) স্কেল কে উদ্ভাবন করেন?
প্রথম কৃত্রিম উপাদান (টেকনেটিয়াম) কে সংশ্লেষণ করেন?
অ্যাভোগাড্রো সংখ্যা কে প্রস্তাব করেন?
ফার্মেন্টেশন প্রক্রিয়া কে আবিষ্কার করেন?
প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন তত্ত্বের জনক কে?
নাইট্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন?
আলোক-সংশ্লেষণ প্রক্রিয়া প্রথম কে ব্যাখ্যা করেন?
রসায়নের আধুনিক পর্যায় সারণীর জনক কে?
শূণ্য স্থান (ভ্যাকুয়াম) কে প্রথম তৈরি করেন?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
জন ডাল্টন প্রথম অ্যাসিড-ক্ষার তত্ত্ব প্রস্তাব করেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
মাদাম কুরি প্রথম নারী যিনি নোবেল পুরস্কার পান।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ফ্রিটজ হেবার অ্যামোনিয়া সংশ্লেষণের জন্য পরিচিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
আরহেনিয়াস ইলেকট্রন আবিষ্কার করেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
লর্ড রেইলি নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারে অবদান রেখেছেন।
রসায়নবিদ ও তাঁদের আবিষ্কারের জোড় মেলাও ।
রসায়নবিদ ও তাঁদের কাজের ক্ষেত্রের জোড় মেলাও ।
আরও রসায়ন বিজ্ঞান বিষয় থেকে ক্যুইজ
- বিশ্ববিখ্যাত রসায়নবিদ ও তাঁদের অবদান ক্যুইজ: প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
- মানবসৃষ্ট পদার্থ: সিমেন্ট, কাঁচ ও সার – রসায়ন ক্যুইজ
- তড়িৎ-রসায়ন: তড়িৎ বিশ্লেষণ ও ইলেক্ট্রোকেমিক্যাল কোষ ক্যুইজ
- জৈব রসায়ন মৌলিক ক্যুইজ: ফাংশনাল গ্রুপ ও আইইউপিএসি নামকরণ
- জৈব রসায়ন মৌলিক ক্যুইজ: ফাংশনাল গ্রুপ ও আইইউপিএসি নামকরণ