প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সিমেন্ট, কাঁচ ও সার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এই ক্যুইজটি তৈরি হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য ও উত্তর পাবে, যা পরীক্ষায় সহায়ক হবে। আজই কুইজটি চেষ্টা করো।
সিমেন্ট, কাঁচ ও সার – গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 12
সিমেন্টের প্রধান উপাদান কোনটি?
পোর্টল্যান্ড সিমেন্টের আবিষ্কারক কে?
কাঁচের প্রধান উপাদান কোনটি?
সাধারণ কাঁচকে কী বলা হয়?
ফসফেট সারের প্রধান উপাদান কোনটি?
ইউরিয়ার রাসায়নিক সংকেত কি?
কোন সারটি গাছপালার সবুজ বৃদ্ধি ঘটাতে সাহায্য করে?
বোরোসিলিকেট কাঁচের প্রধান ব্যবহার কী?
সিমেন্ট তৈরিতে জিপসাম কেন যোগ করা হয়?
কোন সারটি উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়?
কাঁচকে নরম করতে কোন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়?
অপটিক্যাল ফাইবার তৈরিতে কোন ধরনের কাঁচ ব্যবহার করা হয়?
সারের অতিরিক্ত ব্যবহার মাটির কী পরিবর্তন ঘটায়?
সিমেন্ট ও জলের মিশ্রণকে কী বলে?
কঠিন কাঁচকে কী বলা হয়?
ফসফরাস সারের প্রধান উৎস কি?
কোন সার মাটিতে সহজে দ্রবীভূত হয় না?
পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান কাঁচামাল কি?
কাঁচকে রঙ করার জন্য কোন ধাতু ব্যবহার করা হয়?
সিমেন্টের প্রাথমিক শুষ্কতার জন্য দায়ী উপাদান কোনটি?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
কাঁচ একটি অ্যামরফস কঠিন পদার্থ।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে কম থাকে।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
সিমেন্টের শুষ্কতার সময় কমানোর জন্য জিপসাম যোগ করা হয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
পটাসিয়াম সার গাছের মূল বৃদ্ধিতে সাহায্য করে।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ফ্লিন্ট কাঁচ অপটিক্যাল যন্ত্রপাতিতে ব্যবহৃত হয়।
কাঁচের প্রকার ও ব্যবহারের জোড় মেলাও ।
সারের প্রকার ও প্রধান উপাদানের জোড় মেলাও ।
আরও রসায়ন বিজ্ঞান বিষয় থেকে ক্যুইজ
- অক্সিডেশন ও রিডাকশন (রেডক্স বিক্রিয়া) বিষয়ক গুরুত্বপূর্ণ ক্যুইজ
- বিশ্ববিখ্যাত রসায়নবিদ ও তাঁদের অবদান ক্যুইজ: প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
- বিশ্ববিখ্যাত রসায়নবিদ ও তাঁদের অবদান ক্যুইজ: প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
- রসায়ন বিক্রিয়া ও সমীকরণ ক্যুইজ: প্রকারভেদ ও ব্যালেন্সিং
- দ্রবণ, কোলয়েড ও সাসপেনশন বিষয়ক গুরুত্বপূর্ণ ক্যুইজ