জৈব রসায়নের মৌলিক ধারণা, ফাংশনাল গ্রুপ ও আইইউপিএসি নামকরণ নিয়ে এই ক্যুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা তোমার প্রস্তুতিতে সহায়ক হবে।
ফাংশনাল গ্রুপ ও নামকরণ ক্যুইজ শুরু করো
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 12
অ্যালকোহল শ্রেণীর কার্যকরী মূলক কোনটি?
কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক কোনটি?
কিটোনের কার্যকরী মূলক কোনটি?
অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটি?
ইথারের কার্যকরী মূলক কোনটি?
অ্যামিনের কার্যকরী মূলক কোনটি?
CH3CH2OH এর IUPAC নাম কি?
CH3COOH এর IUPAC নাম কি?
HCHO এর IUPAC নাম কি?
CH3COCH3 এর IUPAC নাম কি?
CH3NH2 এর IUPAC নাম কি?
CH3OCH3 এর IUPAC নাম কি?
বেঞ্জিনের সংকেত কোনটি?
কার্যকরী মূলকবিহীন একটি জৈব যৌগের উদাহরণ দাও।
সর্বনিম্ন কার্বন সংখ্যা বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড কোনটি?
প্রথম অ্যালকিনের IUPAC নাম কি?
একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দাও।
CH3CH2Cl এর IUPAC নাম কি?
CH3CH2CHO এর IUPAC নাম কি?
জৈব রসায়নে কার্বন পরমাণুর বিশেষ ধর্ম কোনটি?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
কার্যকরী মূলক জৈব যৌগের ভৌত ধর্ম নির্ধারণ করে।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
অ্যালকিনের কার্যকরী মূলক C≡C।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ইথেন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
অ্যালকোহলের নামকরণে "-ওল" প্রত্যয় ব্যবহার হয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকে কার্বনাইল গ্রুপ থাকে না।
কার্যকরী মূলক ও তাদের শ্রেণীর জোড় মেলাও ।
যৌগ ও IUPAC নামকরণের জোড় মেলাও ।
আরও ক্যুইজ
- অক্সিডেশন ও রিডাকশন (রেডক্স বিক্রিয়া) বিষয়ক গুরুত্বপূর্ণ ক্যুইজ
- বিশ্ববিখ্যাত রসায়নবিদ ও তাঁদের অবদান ক্যুইজ: প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
- বিশ্ববিখ্যাত রসায়নবিদ ও তাঁদের অবদান ক্যুইজ: প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
- মানবসৃষ্ট পদার্থ: সিমেন্ট, কাঁচ ও সার – রসায়ন ক্যুইজ
- জল ও তার ধর্ম: কঠিনতা, বিশুদ্ধিকরণ ও ভারী জল ক্যুইজ