অক্সিডেশন ও রিডাকশন (রেডক্স বিক্রিয়া) নিয়ে এই ক্যুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে। ক্যুইজটি অবশ্যই চেষ্টা করো।
অক্সিডেশন ও রিডাকশন বিষয়ক ক্যুইজের প্রশ্নাবলি
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 9
অক্সিডেশন প্রক্রিয়ায় কী ঘটে?
রিডাকশন প্রক্রিয়ায় কী ঘটে?
একটি রেডক্স বিক্রিয়ায়, জারক পদার্থ কী করে?
একটি রেডক্স বিক্রিয়ায়, বিজারক পদার্থ কী করে?
জারণ সংখ্যা বৃদ্ধি পেলে তাকে কী বলে?
জারণ সংখ্যা হ্রাস পেলে তাকে কী বলে?
জলীয় দ্রবণে, হাইড্রোজেন সালফাইড (H2S) সালফার (S) এ পরিণত হলে, এটি কোন ধরনের বিক্রিয়া?
জলীয় দ্রবণে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট (KMnO4) ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডে (MnO2) পরিণত হলে, এটি কোন ধরনের বিক্রিয়া?
অক্সিডেশন ও রিডাকশন বিক্রিয়া সর্বদা কীরূপ ঘটে?
অক্সিজেন যুক্ত হওয়াকে কী বলে?
হাইড্রোজেন যুক্ত হওয়াকে কী বলে?
একটি উদাহরণ দিন যেখানে আয়রন অক্সিডাইজড হয়?
জারক পদার্থকে কী বলা হয়?
বিজারক পদার্থকে কী বলা হয়?
কোনটি রেডক্স বিক্রিয়ার উদাহরণ নয়?
তড়িৎ রাসায়নিক কোষে, অ্যানোডের জারণ সংখ্যা কী হয়?
তড়িৎ রাসায়নিক কোষে, ক্যাথোডের জারণ সংখ্যা কী হয়?
জারণ-বিজারণ বিক্রিয়ায় কীসের আদান-প্রদান হয়?
যদি কোনো মৌল তার ইলেকট্রন হারায়, তবে সেটি কী হয়?
যদি কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে, তবে সেটি কী হয়?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
অক্সিডেশন মানে ইলেকট্রন গ্রহণ।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
রিডাকশন মানে জারণ সংখ্যা বৃদ্ধি।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
দহন একটি রেডক্স বিক্রিয়া।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
জারক পদার্থ নিজে বিজারিত হয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
বিজারক পদার্থ নিজে জারিত হয়।
প্রক্রিয়া ও তার বর্ণনার জোড় মেলাও।
বিক্রিয়া ও তার প্রকারের জোড় মেলাও।