ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ অর্থাৎ “জীবমণ্ডল” নিয়ে তৈরি এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরে সমৃদ্ধ এই ক্যুইজ । এখানে সহজ ভাষায় তথ্য ও গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ ক্যুইজ শুরু করো
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 10
ভারতে মোট কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে?
ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন কোন রাজ্যে বিস্তৃত?
নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
ম্যানগ্রোভ বনভূমির জন্য পরিচিত বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
গ্রেট রন অফ কচ্ছ বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
পাচমার্হি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ কোন কোন রাজ্যে বিস্তৃত?
মানস বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
দিহাং-দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
শেখাচলম পাহাড় বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
ঠান্ডা মরুভূমি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
পন্না বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?
কান্চেনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
পান্না বায়োস্ফিয়ার রিজার্ভের প্রধান বন্যপ্রাণী কোনটি?
ভারতে মোট কতটি বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো-এর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার (MAB) প্রোগ্রামের অধীনে রয়েছে?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
গ্রেট রন অফ কচ্ছ ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ নয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ভারতের সব বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো MAB প্রোগ্রামের অধীনে অন্তর্ভুক্ত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ তিনটি রাজ্যে বিস্তৃত।
বায়োস্ফিয়ার রিজার্ভ ও তাদের রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল মেলাও।
বায়োস্ফিয়ার রিজার্ভ ও তাদের প্রধান বৈশিষ্ট্য মেলাও।
আরও Geography বিষয়ক ক্যুইজ খেল
- ভারতের উপকূলীয় সমভূমি: পূর্ব ও পশ্চিম উপকূল ক্যুইজ
- Indian Islands: Andaman & Nicobar এবং Lakshadweep ক্যুইজ – গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- ভারতের গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গ কুইজ: K2, কাঞ্চনজঙ্ঘা ও নন্দাদেবী
- The Himalayas: Ranges, Peaks & Passes নিয়ে গুরুত্বপূর্ণ ক্যুইজ
- ভারতের ভূ-প্রাকৃতিক বিভাগ নিয়ে গুরুত্বপূর্ণ ক্যুইজ