Brahmaputra নদী ব্যবস্থা নিয়ে এই ক্যুইজে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে। ভূগোলের প্রস্তুতিতে সহায়ক এই ক্যুইজটি অবশ্যই চেষ্টা করো। MCQ ও True/False প্রশ্নের মাধ্যমে জ্ঞান যাচাই করো।
Brahmaputra নদী ব্যবস্থা বিষয়ক MCQ ক্যুইজ
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 12
ব্রহ্মপুত্র নদের উৎস কোথায়?
ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত?
ভারতের কোন রাজ্যে ব্রহ্মপুত্র নদ প্রবেশ করে?
ব্রহ্মপুত্র নদের মোট আনুমানিক দৈর্ঘ্য কত?
নীচের কোনটি ব্রহ্মপুত্র নদের বাম তীরের উপনদী?
ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কী নামে প্রবেশ করে?
মাজুলি দ্বীপ কোন নদীর উপর অবস্থিত?
ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশে কী নামে পরিচিত?
নিম্নলিখিত কোন নদীটি ব্রহ্মপুত্র নদের উপনদী নয়?
ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়েছিল কত সালের ভূমিকম্পে?
ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করার পর আসাম উপত্যকায় কিসের সৃষ্টি করেছে?
ব্রহ্মপুত্র নদের প্রধান উপনদীগুলির মধ্যে কোনটি ভুটান থেকে উৎপন্ন হয়েছে?
কোন দুটি নদী মিলিত হয়ে ব্রহ্মপুত্র নদ আসামে ‘ব্রহ্মপুত্র’ নাম ধারণ করে?
ব্রহ্মপুত্র নদ চীনের কোন প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়?
ব্রহ্মপুত্র নদ বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগে কোন নদীর সঙ্গে মিলিত হয়?
ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত দীর্ঘতম সেতু কোনটি?
কোন শহর ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত?
ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল থেকে মোহনা পর্যন্ত প্রায় কতগুলি দেশ অতিক্রম করে?
নিম্নলিখিত কোন জলপ্রপাতটি ব্রহ্মপুত্র নদ ব্যবস্থায় অবস্থিত?
ব্রহ্মপুত্র নদের জলের মূল উৎস কী?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ব্রহ্মপুত্র নদ একটি পূর্ববাহী নদী।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ব্রহ্মপুত্র নদের উৎস ভারতে অবস্থিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা বাংলাদেশে যমুনা নামে পরিচিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
তিস্তা নদী ব্রহ্মপুত্র নদের একটি উপনদী।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ব্রহ্মপুত্র নদ সুন্দরবনের উপর দিয়ে প্রবাহিত হয়।
নদীর নাম ও তাদের উৎপত্তিস্থল মেলাও।
ব্রহ্মপুত্র নদের উপনদী ও তাদের উৎস রাজ্য মেলাও।
আরও Geography বিষয়ক ক্যুইজ খেল
- Rann of Kutch: ভূগোল ও পরিবেশ ক্যুইজ – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
- ভারতের টেকটনিক প্লেট ও ভূমিকম্প: গুরুত্বপূর্ণ ক্যুইজ
- Geological History of India বিষয়ক প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্যুইজ:
- Saddle Peak ও আন্দামান নিকোবরের গুরুত্বপূর্ণ শৃঙ্গ ক্যুইজ
- ভারতের স্থলসীমান্ত: সীমান্তবর্তী দেশ ও দৈর্ঘ্য ক্যুইজ