ভারতের উপকূলীয় সমভূমি নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্যুইজ ও প্রশ্নোত্তর এখানে দেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিম উপকূলের বৈশিষ্ট্য জানতে ও প্রস্তুতি নিতে এই ক্যুইজটি খুবই উপযোগী।
ভারতের উপকূলীয় সমভূমি বিষয়ক ক্যুইজ শুরু করো
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 11
ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমি কোন সাগরের তীরে অবস্থিত?
পূর্ব উপকূলীয় সমভূমি ভারতের কোন দিক বরাবর অবস্থিত?
গুজরাটের উপকূলীয় সমভূমি কি নামে পরিচিত?
কেরালার উপকূলীয় সমভূমি কি নামে পরিচিত?
তামিলনাড়ুর উপকূলীয় সমভূমি কি নামে পরিচিত?
মহানদী ও কৃষ্ণা নদীর ব-দ্বীপ কোন উপকূলীয় সমভূমিতে অবস্থিত?
ভারতের কোন উপকূলে কয়াল বা উপহ্রদ দেখা যায়?
চিল্কা হ্রদ ভারতের কোন উপকূলীয় সমভূমিতে অবস্থিত?
পূর্ব উপকূলীয় সমভূমির প্রস্থ পশ্চিম উপকূলীয় সমভূমির তুলনায় কেমন?
কোন উপকূলীয় সমভূমিতে ধান চাষ প্রধান?
ডুয়ার্স সমভূমি ভারতের কোন উপকূলে অবস্থিত?
পশ্চিম উপকূলীয় সমভূমি কয়টি ভাগে বিভক্ত?
পূর্ব উপকূলীয় সমভূমির দক্ষিণ অংশকে কি বলে?
কৃষ্ণা ও গোদাবরী নদীর ব-দ্বীপগুলি কোন উপকূলে উর্বর পলিমাটি দ্বারা গঠিত হয়েছে?
ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত মেরিনা বিচ কোন উপকূলে অবস্থিত?
পূর্ব উপকূলের একটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম কি?
পশ্চিম উপকূলের একটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম কি?
ভারতের কোন উপকূলে মৌসুমী বায়ু প্রথম আসে?
পুলিকট হ্রদ কোন উপকূলে অবস্থিত?
ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমির অংশ নয় কোনটি?
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
পশ্চিম উপকূলীয় সমভূমি পূর্ব উপকূলীয় সমভূমির চেয়ে চওড়া।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
পূর্ব উপকূলীয় সমভূমি প্রধানত নুড়ি ও বালি দ্বারা গঠিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
পশ্চিম উপকূলীয় সমভূমি জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
উত্তর সরকার উপকূল পশ্চিম উপকূলের অংশ।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
সুন্দরবন ব-দ্বীপ পূর্ব উপকূলীয় সমভূমির অংশ।
উপকূল ও তাদের প্রচলিত নামের জোড় মেলাও ।
উপকূল ও তার বৈশিষ্ট্যর জোড় মেলাও ।
গুরুত্বপূর্ণ Geography ক্যুইজ
- গঙ্গা নদী ব্যবস্থা: উপনদী ও প্রধান শহর ক্যুইজ
- ভারতের ভৌগোলিক মানচিত্রভিত্তিক ক্যুইজ: গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- ভারতের ভৌত ভূগোল: সকল WB পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্যুইজ
- ভারতের টেকটনিক প্লেট ও ভূমিকম্প: গুরুত্বপূর্ণ ক্যুইজ
- Geological History of India বিষয়ক প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্যুইজ: