গঙ্গা নদী ব্যবস্থা, তার উপনদী ও প্রধান শহর নিয়ে এই ক্যুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
গঙ্গা নদী ব্যবস্থা বিষয়ক গুরুত্বপূর্ণ ক্যুইজ
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 12
গঙ্গা নদীর উৎস কোথায়?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
গঙ্গা নদী শুধুমাত্র ভারতেই প্রবাহিত হয়।
নদী ও শহরের জোড় মেলাও ।
গঙ্গার ডান তীরের একটি প্রধান উপনদী কোনটি?
কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়?
গঙ্গার বাম তীরের একটি প্রধান উপনদী কোনটি?
ফারাক্কা ব্যারেজ কোন রাজ্যে অবস্থিত?
কোন নদীটি গঙ্গার সঙ্গে এলাহাবাদে মিলিত হয়েছে?
গঙ্গা নদীর প্রধান শাখা নদী কোনটি?
কোন শহরটি গঙ্গা ও যমুনা নদীর সঙ্গমস্থলে অবস্থিত?
গঙ্গার বৃহত্তম উপনদী কোনটি?
কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান?
গঙ্গা নদী কোন সাগরে পতিত হয়েছে?
গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত?
কোন নদীটি গঙ্গার উপনদী নয়?
গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে শুরু হয়েছিল?
গঙ্গা নদী ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে?
কোন নদীটি বিহারে গঙ্গার সাথে মিলিত হয়েছে?
গঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম শহর কোনটি?
সুন্দরবন ডেল্টা কোন নদীর মোহনায় গঠিত হয়েছে?
গঙ্গা নদীর জল বিভাজিকা ভারতের বৃহত্তম কোনটি?
কোন দেশ গঙ্গা নদীর সঙ্গে যুক্ত?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
গঙ্গা নদী হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
যমুনা নদী গঙ্গার একটি বাম তীরের উপনদী।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
কলকাতা শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত।
নদী ও উপনদীর জোড় মেলাও ।
আরও Geography বিষয়ক ক্যুইজ খেল
- ভারতের ভৌগোলিক মানচিত্রভিত্তিক ক্যুইজ: গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- ভারতের টেকটনিক প্লেট ও ভূমিকম্প: গুরুত্বপূর্ণ ক্যুইজ
- Geological History of India বিষয়ক প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্যুইজ:
- Saddle Peak ও আন্দামান নিকোবরের গুরুত্বপূর্ণ শৃঙ্গ ক্যুইজ
- ভারতের স্থলসীমান্ত: সীমান্তবর্তী দেশ ও দৈর্ঘ্য ক্যুইজ