ভারতের K2, কাঞ্চনজঙ্ঘা ও নন্দাদেবী পর্বতশৃঙ্গ নিয়ে এই কুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
ভারতের শীর্ষ পর্বতশৃঙ্গ নিয়ে কুইজ শুরু করো
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 10
K2 পর্বতশৃঙ্গ কোন পর্বতশ্রেণীর অন্তর্গত?
K2 পর্বতশৃঙ্গের অন্য নাম কী?
পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
K2 পর্বতশৃঙ্গের উচ্চতা কত?
কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ পৃথিবীর কততম সর্বোচ্চ শৃঙ্গ?
কাঞ্চনজঙ্ঘা ভারতের কোন রাজ্যে অবস্থিত?
কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গের উচ্চতা কত?
নন্দাদেবী পর্বতশৃঙ্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
নন্দাদেবী পর্বতশৃঙ্গের উচ্চতা কত?
সম্পূর্ণ ভারতীয় ভূখণ্ডের মধ্যে অবস্থিত সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
নন্দাদেবী কোন হিমালয় পর্বতমালার অংশ?
K2 কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত?
কাঞ্চনজঙ্ঘা কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত?
কোন পর্বতশৃঙ্গকে 'স্যাভেজ মাউন্টেন' বা 'কিলার পিক' বলা হয়?
নন্দাদেবী জাতীয় উদ্যান কোন পর্বতশৃঙ্গের আশেপাশে অবস্থিত?
K2 পর্বতশৃঙ্গ কোন পর্বতশ্রেণীর মধ্যে সবচেয়ে বিশিষ্ট চূড়া?
কাঞ্চনজঙ্ঘার আক্ষরিক অর্থ কী?
নন্দাদেবী প্রথম কবে আরোহণ করা হয়েছিল?
ভারতের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে K2-এর অবস্থান কেমন?
কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের কোন অংশে অবস্থিত?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
K2 পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
কাঞ্চনজঙ্ঘা ভারতের সম্পূর্ণরূপে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
নন্দাদেবী উত্তরাখণ্ড রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
K2 মাউন্ট গডউইন অস্টেন নামেও পরিচিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
কাঞ্চনজঙ্ঘা নেপাল ও ভুটানের সীমান্তে অবস্থিত।
পর্বতশৃঙ্গ ও উচ্চতার জোড় মেলাও।
পর্বতশৃঙ্গ ও অবস্থানের জোড় মেলাও।