Indian Islands: Andaman & Nicobar এবং Lakshadweep নিয়ে এই ক্যুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে, যা পরীক্ষার প্রস্তুতি ও কুইজ অনুশীলনে সহায়ক হবে।
Indian Islands: Andaman & Nicobar ও Lakshadweep ক্যুইজ অংশ
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 9
ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রধানত কী দিয়ে গঠিত?
লাক্ষাদ্বীপ প্রধানত কী দিয়ে গঠিত?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথককারী চ্যানেল কোনটি?
লাক্ষাদ্বীপকে মালদ্বীপ থেকে পৃথককারী চ্যানেল কোনটি?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান উপজাতি কোনটি?
লাক্ষাদ্বীপের অধিকাংশ মানুষের ভাষা কী?
সেলুলার জেল ভারতের কোন দ্বীপে অবস্থিত?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপটি সক্রিয় আগ্নেয়গিরির জন্য পরিচিত?
লাক্ষাদ্বীপের বৃহত্তম দ্বীপ কোনটি?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্থানীয় অর্থনীতির প্রধান ভিত্তি কী?
লাক্ষাদ্বীপের স্থানীয় অর্থনীতির প্রধান ভিত্তি কী?
ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারন দ্বীপটি কোথায় অবস্থিত?
লাক্ষাদ্বীপের প্রধান ফসল কী?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন ধরনের বনভূমি দেখা যায়?
লাক্ষাদ্বীপের জলবায়ু কেমন?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বেশি?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের পূর্ব উপকূলে অবস্থিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
লাক্ষাদ্বীপ প্রধানত প্রবাল দ্বারা গঠিত নয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রচুর আদিবাসী জনজাতি বসবাস করে।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
লাক্ষাদ্বীপের রাজধানী মিনিকয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
১০ ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে।
দ্বীপপুঞ্জ ও অবস্থানর জোড় মেলাও।
চ্যানেল ও পৃথকীকরণের জোড় মেলাও।
আরও Geography বিষয়ক ক্যুইজ খেল