Indian Rivers ও জলাশয় নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই ক্যুইজটি তৈরি হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। ক্যুইজটি অবশ্যই চেষ্টা করো এবং নিজের প্রস্তুতি যাচাই করো।
Indian Rivers ও জলাশয় ক্যুইজ শুরু করো
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 11
গঙ্গা নদীর উৎস কোথায়?
ভারতের দীর্ঘতম নদী কোনটি?
কোন নদীকে 'দক্ষিণের গঙ্গা' বলা হয়?
ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত?
ভারতের বৃহত্তম সাধুজলের হ্রদ কোনটি?
নর্মদা নদীর উৎস কোথায়?
তিস্তা নদী কোন নদীর উপনদী?
লুনী নদী কোন রাজ্যে প্রবাহিত হয়?
কাবেরী নদীর উৎস কোথায়?
ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি?
মহানদীর উৎস কোথায়?
যমুনা নদীর উৎস কোথায়?
কৃষ্ণা নদীর উৎস কোথায়?
কোন নদীকে 'বাংলার দুঃখ' বলা হয়?
লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
গোবিন্দ বল্লভ পন্থ সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত?
ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান (কেইবুল লামজাও) কোন হ্রদে অবস্থিত?
চিলকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
সুতলেজ নদীর উৎস কোথায়?
ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ভারতের দীর্ঘতম নদী হল ব্রহ্মপুত্র।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
উলার হ্রদ ভারতের বৃহত্তম সাধুজলের হ্রদ।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
লুনী নদী একটি অন্তঃপ্রবাহী নদী।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
কাবেরী নদীর উৎস মহাবালেশ্বরে অবস্থিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
চিলকা হ্রদ একটি সাধুজলের হ্রদ।
নদী ও তাদের উৎস মেলাও।
হ্রদ ও তাদের রাজ্য মেলাও।
আরও Geography বিষয়ক ক্যুইজ খেল
- ভারতের গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গ কুইজ: K2, কাঞ্চনজঙ্ঘা ও নন্দাদেবী
- Northern Plains of India: Formation & Features ক্যুইজ – জিওগ্রাফি প্রস্তুতির জন্য
- The Peninsular Plateau: Deccan ও Central Highlands ক্যুইজ
- Western Ghats vs. Eastern Ghats বিষয়ক গুরুত্বপূর্ণ ক্যুইজ
- The Himalayas: Ranges, Peaks & Passes নিয়ে গুরুত্বপূর্ণ ক্যুইজ