ভারতের টেকটনিক প্লেট, ভূমিকম্প ও সিসমিক জোন নিয়ে এই ক্যুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
ভারতের টেকটনিক প্লেট ও ভূমিকম্প বিষয়ক ক্যুইজ
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 12
ভারতীয় টেকটনিক প্লেট কোন দিকে গতিশীল?
হিমালয় পর্বতমালা কোন দুটি প্লেটের সংঘর্ষের ফলে গঠিত হয়েছে?
ভারতের কোন অঞ্চল ভূমিকম্পের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ?
ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কোন স্কেল ব্যবহার করা হয়?
ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলিকে সাধারণত কয়টি জোনে ভাগ করা হয়?
দাক্ষিণাত্য মালভূমি ভারতের ভূমিকম্প প্রবণতার বিচারে কোন জোনের অন্তর্ভুক্ত?
গুজরাটের ভূজ ভূমিকম্প (২০০১ সাল) কোন জোনে হয়েছিল?
ভূমিকম্পের কারণ কি?
ভারতের কোন অঞ্চলে ভূতাপীয় শক্তি উৎপাদিত হয়, যা ভূত্বকের অস্থিরতার ইঙ্গিত দেয়?
ভূমিকম্পের কেন্দ্রকে কি বলা হয়?
ভূমিকম্পের ফলে যে ঢেউ সৃষ্টি হয় তাকে কি বলে?
ভূমিকম্প অধ্যয়নের বিজ্ঞানকে কি বলে?
ভারতে সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত?
ভারতের কোন রাজ্যে প্রায়শই ভূমিকম্প অনুভূত হয়?
ভূমিকম্পের সময় মাটির নিচে যে স্থানে কম্পন সৃষ্টি হয় তাকে কি বলে?
ভারত ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে কি ধরণের সীমান্ত সৃষ্টি হয়েছে?
ভারতের কোন শহর ভূমিকম্প জোন V এর অন্তর্ভুক্ত?
ভূমিকম্পের ফলে সৃষ্ট একটি প্রাকৃতিক দুর্যোগের নাম কি?
ভারতীয় টেকটনিক প্লেট প্রতি বছর কত সেন্টিমিটার করে সরে যাচ্ছে?
সিসমোগ্রাফ কি পরিমাপ করে?
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
দাক্ষিণাত্য মালভূমি ভারতের সবচেয়ে স্থিতিশীল ভূখণ্ড।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
হিমালয় অঞ্চলে বড় ভূমিকম্পের সম্ভাবনা কম।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
রিকটার স্কেল ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পরিমাপ করে।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
প্লেট টেকটনিক তত্ত্ব ভূমিকম্প ব্যাখ্যা করতে সাহায্য করে।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
ভারতের জোন V অঞ্চলগুলিতে সবচেয়ে কম ভূমিকম্প হয়।
ভূমিকম্প জোন ও অঞ্চলের জোড় মেলাও ।
ভূমিকম্প সম্পর্কিত পরিভাষা ও ব্যাখ্যার জোড় মেলাও ।
আরও Geography বিষয়ক ক্যুইজ খেল
- ভারতের ভৌগোলিক মানচিত্রভিত্তিক ক্যুইজ: গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- ভারতের ভৌত ভূগোল: সকল WB পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্যুইজ
- ভারতের টেকটনিক প্লেট ও ভূমিকম্প: গুরুত্বপূর্ণ ক্যুইজ
- Geological History of India বিষয়ক প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্যুইজ:
- Saddle Peak ও আন্দামান নিকোবরের গুরুত্বপূর্ণ শৃঙ্গ ক্যুইজ