ভারতের ভৌগোলিক মানচিত্র নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। এই ক্যুইজে মানচিত্রভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
মানচিত্রভিত্তিক ভৌগোলিক ক্যুইজের প্রশ্নাবলি
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 21
ভারতের মানচিত্রে 'উত্তর-দক্ষিণ করিডর' কোন দুটি শহরকে সংযুক্ত করে?
ভারতের মানচিত্রে 'পূর্ব-পশ্চিম করিডর' কোন দুটি শহরকে সংযুক্ত করে?
ভারতের মানচিত্রে কর্কটক্রান্তি রেখা (২৩.৫° উত্তর অক্ষাংশ) কোন রাজ্যের উপর দিয়ে যায় না?
ভারতের মানচিত্রে কোন পর্বতশ্রেণীটি পূর্ব দিকে ক্রমশ উচ্চতা হ্রাস পায়?
ভারতের মানচিত্রে 'কচ্ছের রণ' কোন দিকে অবস্থিত?
কোন রাজ্যের উপকূলরেখা ভারতের মানচিত্রে সবচেয়ে দীর্ঘ?
ভারতের মানচিত্রে 'লুনি নদী' কোন রাজ্যে প্রবাহিত হয়?
ভারতের মানচিত্রে 'ডেকান ট্র্যাপ' মূলত কোন ধরণের ভূ-প্রাকৃতিক অঞ্চলের অংশ?
ভারতের মানচিত্রে 'আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ' কোথায় অবস্থিত?
ভারতের মানচিত্রে 'পক প্রণালী' কোন দুটি দেশকে পৃথক করে?
ভারতের মানচিত্রে 'বানিহাল গিরিপথ' কোন রাজ্যে অবস্থিত?
ভারতের মানচিত্রে 'মহানদী' কোন রাজ্যে তার ব-দ্বীপ গঠন করে?
ভারতের মানচিত্রে 'ছোটনাগপুর মালভূমি' কোন খনিজ সম্পদে সমৃদ্ধ?
ভারতের মানচিত্রে 'শিবালিক পর্বতশ্রেণী' হিমালয়ের কোন অংশে অবস্থিত?
ভারতের মানচিত্রে 'কেরালার কয়াল' কি ধরণের জলাভূমি?
ভারতের মানচিত্রে 'গুরুশিখর' কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ?
ভারতের মানচিত্রে 'ব্যারন দ্বীপ' কোথায় অবস্থিত?
ভারতের মানচিত্রে 'ম্যানগ্রোভ অরণ্য' কোন অঞ্চলে বেশি দেখা যায়?
ভারতের মানচিত্রে 'লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ' কোন সাগরে অবস্থিত?
ভারতের মানচিত্রে 'সিয়াচেন হিমবাহ' কোন পর্বতশ্রেণীতে অবস্থিত?
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
ভারতের মানচিত্রে দিল্লি একটি উপকূলীয় শহর।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
ভারতের মানচিত্রে আন্দামান সাগর আন্দামান দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
ভারতের মানচিত্রে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে একটি ত্রিভুজাকার ব-দ্বীপ গঠন করে।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
ভারতের মানচিত্রে নীলগিরি পাহাড় পশ্চিমঘাট ও পূর্বঘাটের মিলনস্থলে অবস্থিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
ভারতের মানচিত্রে আরাবল্লী পর্বতমালা হিমালয়ের চেয়ে নবীন।
রাজ্য ও তার ভৌগোলিক বৈশিষ্ট্যর জোড় মেলাও ।
নদী ও তার গতিপথের জোড় মেলাও ।
আরও Geography বিষয়ক ক্যুইজ খেল