ভারতের উত্তর সমভূমির গঠন ও বৈশিষ্ট্য নিয়ে এই ক্যুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও তথ্য রয়েছে, যা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
উত্তর সমভূমি: গঠন ও বৈশিষ্ট্য – ক্যুইজ শুরু করো
Total Questions: 26
Total Marks: 34
Total Slides: 10
উত্তর সমভূমি কী ধরনের পলি দ্বারা গঠিত?
উত্তর সমভূমির পশ্চিম অংশ কী নামে পরিচিত?
কোন নদীর দ্বারা পাঞ্জাব সমভূমি গঠিত হয়েছে?
গঙ্গা সমভূমি কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে বিস্তৃত?
ব্রহ্মপুত্র সমভূমি মূলত কোন রাজ্যে অবস্থিত?
উত্তর সমভূমির মোট আয়তন কত প্রায়?
উত্তর সমভূমির প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর সমভূমির ভূমি রূপের বৈচিত্র্য অনুসারে 'ভাবর' অঞ্চলটি কোথায় অবস্থিত?
ভাবর অঞ্চলের বৈশিষ্ট্য কী?
'তেরাই' অঞ্চলটি ভাবর অঞ্চলের ঠিক কোথায় অবস্থিত?
তেরাই অঞ্চলের বৈশিষ্ট্য কী?
পুরানো পলিমাটি দ্বারা গঠিত উচ্চভূমিকে কী বলে?
নতুন পলিমাটি দ্বারা গঠিত নিম্নভূমিকে কী বলে?
উত্তর সমভূমি ভারতের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ ধারণ করে?
কোন ফসল উত্তর সমভূমির প্রধান ফসল?
উত্তর সমভূমির পূর্ব অংশ পশ্চিম অংশের তুলনায় কেমন?
উত্তর সমভূমিকে কেন ভারতের শস্য ভান্ডার বলা হয়?
কোন জলবায়ু উত্তর সমভূমিতে পরিলক্ষিত হয়?
উত্তর সমভূমি গঠনের প্রধান কারণ কী?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
উত্তর সমভূমি পৃথিবীর সবচেয়ে উর্বর সমভূমিগুলির মধ্যে অন্যতম।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ভাবর অঞ্চলে নদীগুলি মাটির উপরে প্রবাহিত হয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
খাদার অঞ্চল প্রতি বছর নতুন পলি দ্বারা গঠিত হয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
পাঞ্জাব সমভূমি কেবল সিন্ধু নদী দ্বারা গঠিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ব্রহ্মপুত্র সমভূমি প্রধানত ধান চাষের জন্য বিখ্যাত।
অঞ্চল ও বৈশিষ্ট্যর জোড় মেলাও।
নদী ও সমভূমির জোড় মেলাও।