ভারতের ভৌত ভূগোল নিয়ে এই ক্যুইজটি সকল WB প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। সঠিক তথ্য ও মানসম্পন্ন কুইজের মাধ্যমে প্রস্তুতি আরও মজবুত করো।
ভারতের ভৌত ভূগোল: গুরুত্বপূর্ণ ক্যুইজ প্রশ্নোত্তর
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 15
ভারতের কোন রাজ্য উত্তর-পূর্ব ভারতের 'সেভেন সিস্টার্স'-এর অংশ নয়?
ভারতীয় উপদ্বীপের দক্ষিণতম বিন্দু কোনটি?
ভারতের পূর্বতম দ্রাঘিমাংশ কোনটি?
ভারতের স্থলসীমান্তের দৈর্ঘ্য কত কিলোমিটার?
পক প্রণালী ভারত থেকে কোন দেশকে বিচ্ছিন্ন করেছে?
আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
গঙ্গা সমভূমি কোন ধরণের পলি দ্বারা গঠিত?
ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি?
ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি?
কোন পর্বতশ্রেণীকে ভারতের 'জলবিভাজিকা' বলা হয়?
পশ্চিমঘাট পর্বতমালার স্থানীয় নাম 'সহ্যাদ্রি' ভারতের কোন রাজ্যে প্রচলিত?
সুন্দরবন কোন ধরণের অরণ্যের জন্য পরিচিত?
ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি?
ডেকান ট্র্যাপ কোন ধরণের শিলা দ্বারা গঠিত?
লুনি নদী কোন রাজ্যে প্রবাহিত হয়?
ভারতের কোন রাজ্যে 'কারেম্বিয়া' বা 'ব্যাকওয়াটারস' দেখা যায়?
ভারতের উচ্চতম গিরিপথ কোনটি?
ত্রিবৃত্তাকৃতি ব-দ্বীপ ভারতের কোন নদীতে দেখা যায়?
ভারতের কোন উপকূল 'ধানের গোলা' নামে পরিচিত?
ভারতের দক্ষিণতম পর্বতশ্রেণীর নাম কি?
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
কর্কটক্রান্তি রেখা ভারতের মধ্য দিয়ে গেছে।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তকে র্যাডক্লিফ রেখা বলা হয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
হিমালয় একটি প্রাচীন ভঙ্গিল পর্বত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
গোন্ডোয়ানা শিলা স্তর কয়লার জন্য বিখ্যাত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রবাল দ্বীপের উদাহরণ।
শৃঙ্গ ও পর্বতমালার জোড় মেলাও ।
ভূ-প্রাকৃতিক অঞ্চল ও বৈশিষ্ট্যর জোড় মেলাও ।
আরও Geography বিষয়ক ক্যুইজ খেল