ভারতের ভূ-প্রাকৃতিক বিভাগ নিয়ে এই ক্যুইজে থাকছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। UPSC, SSC, WBPSC সহ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য এই ক্যুইজ ও তথ্যগুলি অত্যন্ত উপযোগী।
ভারতের ভূ-প্রাকৃতিক বিভাগ: ক্যুইজ প্রশ্নাবলী
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 14
কারাকোরাম পর্বতশ্রেণী ভারতের কোন দিকে অবস্থিত?
পশ্চিমঘাট পর্বতমালা কোন ধরণের পর্বতের উদাহরণ?
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
ব্রহ্মপুত্র নদ ভারতের পূর্ব দিকে প্রবাহিত হয়।
নদী ও উৎপত্তি স্থলের জোড় মেলাও ।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
কর্কটক্রান্তি রেখা ভারতের মধ্য দিয়ে গেছে।
গঙ্গা সমভূমির প্রধান বৈশিষ্ট্য কি?
ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
কোন পর্বতশ্রেণীকে ভারতের জলবিভাজিকা বলা হয়?
আরাবল্লী পর্বতশ্রেণী কোন ধরণের পর্বতের উদাহরণ?
ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি?
পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
ডেকান ট্র্যাপ কোন ধরণের শিলা দ্বারা গঠিত?
সুন্দরবনের প্রধান বৈশিষ্ট্য কি?
ভারতের বৃহত্তম উপদ্বীপীয় মালভূমি কোনটি?
নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
ভারতের কোন রাজ্যে হিমালয় পর্বতমালা অবস্থিত নয়?
শিবালিক হিমালয় কি নামে পরিচিত?
সিন্ধু নদের উৎপত্তি স্থল কোথায়?
ব্রহ্মপুত্র নদ ভারতে কোন নামে প্রবেশ করে?
সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
কেরালার উপকূলীয় সমভূমি কি নামে পরিচিত?
ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন ধরণের দ্বীপ?
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
কচ্ছের রণ একটি লবণাক্ত জলাভূমি।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
থর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে অবস্থিত।
পর্বত ও সর্বোচ্চ শৃঙ্গের জোড় মেলাও ।