ভারতের ভূ-প্রাকৃতিক বিভাগ নিয়ে এই ক্যুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। সহজ ভাষায় প্রস্তুতি নিতে এই ক্যুইজটি অবশ্যই খেলো।
ভারতের ভূ-প্রাকৃতিক বিভাগ: ক্যুইজ প্রশ্নোত্তর
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 18
আরাবল্লী পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত?
পশ্চিমবঙ্গের সুন্দরবন কোন ধরণের ভূ-প্রাকৃতিক অঞ্চলের উদাহরণ?
লাক্ষাদ্বীপ কি ধরণের দ্বীপপুঞ্জ?
ছোটনাগপুর মালভূমি কোন খনিজ সম্পদে সমৃদ্ধ?
কার্বি আংলং মালভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
গঙ্গার প্রধান উপনদী কোনটি যা দাক্ষিণাত্য মালভূমি থেকে উৎপন্ন হয়?
সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত?
পামির গ্রন্থি কোন দুটি পর্বতশ্রেণীর মিলনস্থলে অবস্থিত?
ভারতের কোন রাজ্যে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে?
মালাবার উপকূল ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ভারতের শীতল মরুভূমি কোনটি?
শিবালিক হিমালয়ের পাদদেশে অবস্থিত সমভূমি কি নামে পরিচিত?
কচ্ছের রণ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ডেকান ট্র্যাপের পূর্ব দিকের অংশকে কি বলে?
নীলগিরি পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
গঙ্গার বৃহত্তম ব-দ্বীপ অঞ্চল কোনটি?
আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
কেরালার ব্যাকওয়াটার্স কি নামে পরিচিত?
ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য কত?
পীরপাঞ্জাল পর্বতশ্রেণী কোন হিমালয়ের অংশ?
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
কর্কটক্রান্তি রেখা ভারতের দক্ষিণতম বিন্দু দিয়ে গেছে।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রবাল দ্বারা গঠিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
বিন্ধ্য পর্বতমালা একটি প্রাচীন পর্বতশ্রেণী।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
থর মরুভূমি একটি উষ্ণ মরুভূমি।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
পামির গ্রন্থি 'পৃথিবীর ছাদ' নামে পরিচিত।
উপকূল ও রাজ্যের জোড় মেলাও ।
নদী ও তার গতিপথের জোড় মেলাও ।