আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের Saddle Peak ও অন্যান্য শৃঙ্গ নিয়ে এই ক্যুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
Saddle Peak ও অন্যান্য শৃঙ্গ নিয়ে ক্যুইজ প্রশ্ন
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 12
স্যাডল পিক আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপে অবস্থিত?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
স্যাডল পিকের উচ্চতা কত মিটার?
স্যাডল পিক কোন জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
মাউন্ট থুলিয়ার কোন দ্বীপে অবস্থিত?
মাউন্ট হ্যারিয়েট কোন দ্বীপে অবস্থিত?
মাউন্ট হ্যারিয়েট এর বর্তমান নাম কি?
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বনিম্ন শৃঙ্গের নাম কি?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের কাছে অবস্থিত শৃঙ্গ কোনটি?
কোন জাতীয় উদ্যান স্যাডল পিকের কাছে অবস্থিত?
স্যাডল পিক জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত?
আন্দামান নিকোবরের কোন পর্বতশৃঙ্গ থেকে নদী উৎপন্ন হয়েছে?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
স্যাডল পিক থেকে উৎপন্ন নদীটির নাম কি?
মাউন্ট ডায়াবলো কোন দ্বীপে অবস্থিত?
গ্রেট নিকোবর দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কি ধরণের পর্বত দ্বারা গঠিত?
উত্তর আন্দামানে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহরের নাম কি?
স্যাডল পিক কোন ধরণের বনভূমি দ্বারা আচ্ছাদিত?
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সমস্ত শৃঙ্গ আগ্নেয়গিরি থেকে গঠিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক পোর্ট ব্লেয়ারের কাছে অবস্থিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
স্যাডল পিক আন্দামানের সর্বনিম্ন বিন্দু।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
কালপং নদী আন্দামান নিকোবরের একমাত্র নদী।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
মাউন্ট থুলিয়ার নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ।
দ্বীপ ও সর্বোচ্চ শৃঙ্গের জোড় মেলাও ।
শৃঙ্গ ও তাদের উচ্চতার জোড় মেলাও ।
আরও Geography বিষয়ক ক্যুইজ খেল