থার মরুভূমি ভারতের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিষয়ে নানা ধরনের ক্যুইজ, গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আসে। এখানে থার মরুভূমির অবস্থান ও বৈশিষ্ট্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও ক্যুইজ দেওয়া হয়েছে।
থার মরুভূমি: অবস্থান ও বৈশিষ্ট্য ক্যুইজ
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 14
থর মরুভূমি ভারতের কোন দিকে অবস্থিত?
থর মরুভূমি প্রধানত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
থর মরুভূমির বৃহত্তম অংশের নাম কি?
কোন নদী থর মরুভূমির একমাত্র গুরুত্বপূর্ণ নদী?
থর মরুভূমির বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
থর মরুভূমি কোন পর্বতশ্রেণীর পশ্চিমে অবস্থিত?
থর মরুভূমির বালিয়াড়িগুলো কি নামে পরিচিত?
থর মরুভূমি কোন দেশের সাথে সীমান্ত ভাগ করে?
থর মরুভূমিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ লবণাক্ত হ্রদের নাম কি?
থর মরুভূমিতে দেখা যায় এমন একটি গাছের নাম কি?
মরুভূমির উপরিভাগে উৎপন্ন অস্থায়ী হ্রদগুলিকে কি বলা হয়?
থর মরুভূমির কোন অংশে কৃষি কাজ বেশি হয়?
থর মরুভূমির একটি প্রধান বৈশিষ্ট্য কি?
থর মরুভূমির পূর্ব অংশ কি নামে পরিচিত?
থর মরুভূমিতে জলের প্রধান উৎস কি?
থর মরুভূমির ভূমিরূপ গঠনে কোন প্রক্রিয়ার ভূমিকা প্রধান?
থর মরুভূমির বালির স্তরগুলি কি নামে পরিচিত?
থর মরুভূমির গড় তাপমাত্রা গ্রীষ্মকালে কত হয়?
থর মরুভূমিতে অবস্থিত একটি জাতীয় উদ্যানের নাম কি?
থর মরুভূমি ভারতীয় উপমহাদেশের কোন অংশের অংশ?
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
থর মরুভূমি বিশ্বের বৃহত্তম মরুভূমি।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
লুনি নদী আরব সাগরে পতিত হয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
থর মরুভূমিতে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দেখা যায়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
মরুভূমি জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
থর মরুভূমি আরাবল্লী পর্বতমালার পূর্বে অবস্থিত।
মরুভূমি ও তার বৈশিষ্ট্যর জোড় মেলাও ।
নদী ও তার বৈশিষ্ট্যর জোড় মেলাও ।
আরও Geography বিষয়ক ক্যুইজ খেল