হিমালয় পর্বতমালা, শৃঙ্গ ও গিরিপথ নিয়ে এই ক্যুইজটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। এই ক্যুইজের মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করো।
হিমালয়: পর্বতমালা, শৃঙ্গ ও গিরিপথ ক্যুইজ শুরু করো
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 15
পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি?
বৃহৎ হিমালয় বা হিমাদ্রির গড় উচ্চতা কত?
মাউন্ট এভারেস্ট কোন পর্বতশ্রেণীতে অবস্থিত?
নাথু লা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
পীরপাঞ্জাল পর্বতশ্রেণী কোন হিমালয়ের অংশ?
ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত?
জওহর সুড়ঙ্গ কোন গিরিপথে অবস্থিত?
মধ্য হিমালয়ের অন্য নাম কি?
মানালী থেকে লেহ যাওয়ার পথে কোন গিরিপথ পড়ে?
নন্দাদেবী শৃঙ্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
শিবালিক হিমালয়ের সর্বোচ্চ উচ্চতা কত?
জোজি লা গিরিপথ কোন দুটি স্থানকে সংযুক্ত করে?
কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
কোন গিরিপথ শ্রীনগরকে লেহ-এর সাথে সংযুক্ত করে?
লিপুলেখ গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
হিমালয় কি ধরণের পর্বত?
ধওলাধর পর্বতশ্রেণী কোন হিমালয়ের অংশ?
ভারতের উচ্চতম মোটরযোগ্য গিরিপথ কোনটি?
পীরপাঞ্জাল গিরিপথ কোথায় অবস্থিত?
হিমালয়ের সর্বনিম্ন পর্বতশ্রেণী কোনটি?
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
কর্কটক্রান্তি রেখা হিমালয় পর্বতমালার উপর দিয়ে গেছে।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
জলেপ লা গিরিপথ ভারত ও ভুটানের মধ্যে সংযোগ স্থাপন করে।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
গঙ্গোত্রী হিমবাহ বৃহৎ হিমালয় অংশে অবস্থিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় কর ।
নঙ্গা পর্বত পাকিস্তানের কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত।
পর্বতশ্রেণী ও তাদের অংশের জোড় মেলাও ।
গিরিপথ ও তার অবস্থানের জোড় মেলাও ।