Western Ghats ও Eastern Ghats নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্যুইজ ও প্রশ্নোত্তর এখানে দেওয়া হয়েছে। এই অধ্যায়ে ভূগোলের গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ থাকছে, যা বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী।
Western Ghats ও Eastern Ghats নিয়ে ক্যুইজ প্রশ্ন
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 10
পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
পশ্চিমঘাট পর্বতমালার অন্য নাম কী?
পূর্বঘাট পর্বতমালা কোন ধরণের পর্বত?
পশ্চিমঘাট পর্বতমালা ভারতের কোন উপকূলের সমান্তরালে অবস্থিত?
পূর্বঘাট পর্বতমালা ভারতের কোন উপকূলের সমান্তরালে অবস্থিত?
পশ্চিমঘাট পর্বতমালার গড় উচ্চতা কত?
পূর্বঘাট পর্বতমালার গড় উচ্চতা কত?
কোন পর্বতমালা জীববৈচিত্র্যের জন্য পরিচিত?
পশ্চিমঘাট পর্বতমালা কোন ধরনের বনভূমির জন্য বিখ্যাত?
পূর্বঘাট পর্বতমালা কোন দুটি নদীর মধ্যে অবস্থিত?
পশ্চিমঘাট পর্বতমালা কটি রাজ্যের মধ্যে দিয়ে বিস্তৃত?
পূর্বঘাট পর্বতমালা কটি রাজ্যের মধ্যে দিয়ে বিস্তৃত?
কোন পর্বতমালা একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান?
পশ্চিমঘাট পর্বতমালার গুরুত্বপূর্ণ গিরিপথ কোনটি?
পূর্বঘাট পর্বতমালার প্রধান নদীরা কী কী?
Arrange Here:
পশ্চিমঘাট পর্বতমালাকে স্থানীয়ভাবে কী নামে ডাকা হয়?
পূর্বঘাট পর্বতমালার কোন অংশকে নাল্লামালা পর্বত বলা হয়?
পশ্চিমঘাট পর্বতমালার আবহাওয়া কেমন?
পূর্বঘাট পর্বতমালার আবহাওয়া কেমন?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
পশ্চিমঘাট পর্বতমালা দাক্ষিণাত্য মালভূমির পশ্চিম প্রান্তে অবস্থিত।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
পূর্বঘাট পর্বতমালা অবিচ্ছিন্ন পর্বতশ্রেণী।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
আনাইমুদি পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
পশ্চিমঘাট পর্বতমালা জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ হটস্পট।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
পূর্বঘাট পর্বতমালা খনিজ সম্পদে সমৃদ্ধ।
পর্বতমালা ও সর্বোচ্চ শৃঙ্গের জোড় মেলাও।
গিরিপথ ও রাজ্যের জোড় মেলাও।