প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রাচীন ইতিহাসের টাইমলাইন ও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এই ক্যুইজটি তৈরি হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির সঠিক কালক্রম অনুশীলন করতে পারবে।
প্রাচীন ইতিহাসের টাইমলাইন ক্যুইজ শুরু করো
Total Questions: 28
Total Marks: 36
Total Slides: 9
Invalid question format. Preparing next question...
⏳
হরপ্পা সভ্যতা আনুমানিক কোন সময়কালে বিকশিত হয়েছিল?
বৈদিক যুগের সময়কাল কোনটি?
মহাজনপদগুলির উত্থান কোন সময়কালে ঘটেছিল?
বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম কোন যুগে উদ্ভূত হয়েছিল?
আলেকজান্ডারের ভারত আক্রমণ কোন সময়কালে ঘটেছিল?
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
অশোকের রাজত্বকাল কোনটি?
শুঙ্গ রাজবংশ মৌর্য সাম্রাজ্যের পর কোন সময়কালে প্রতিষ্ঠিত হয়েছিল?
কুষাণ সাম্রাজ্যের সময়কাল কোনটি?
গুপ্ত সাম্রাজ্যের সূচনা আনুমানিক কবে হয়েছিল?
'ভারতের নেপোলিয়ন' সমুদ্রগুপ্ত কোন রাজবংশের শাসক ছিলেন?
ফাহিয়েন কোন সম্রাটের রাজত্বকালে ভারতে এসেছিলেন?
হর্ষবর্ধনের রাজত্বকাল কোনটি?
চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশী কার সমসাময়িক ছিলেন?
প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল?
দিল্লি সুলতানি সাম্রাজ্যের সূচনা কত সালে হয়েছিল?
বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর কবে ভারত আক্রমণ করেন?
আকবরের রাজত্বকাল কোনটি?
পলাশীর যুদ্ধ কবে হয়েছিল?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
সিন্ধু সভ্যতা ছিল একটি গ্রামীণ সভ্যতা।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
বেদ মূলত সংস্কৃত ভাষায় রচিত হয়েছে।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
অশোক কলিঙ্গ যুদ্ধের পর জৈন ধর্ম গ্রহণ করেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
বিক্রমাদিত্য উপাধিটি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ব্যবহার করতেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হলো 'রাজতরঙ্গিনী'।
যুগ ও প্রধান বৈশিষ্ট্যের জোড় মেলাও।
শাসক ও রাজবংশের জোড় মেলাও।
গুরুত্বপূর্ণ History ক্যুইজ
- মুঘল প্রাদেশিক প্রশাসন: সুবেদার, দেওয়ান ও বখ্শি ক্যুইজ
- মধ্যযুগীয় ভারতের আঞ্চলিক রাজ্য: বেঙ্গল, জৌনপুর ও গুজরাট ক্যুইজ
- মধ্যযুগীয় ভারতের বিখ্যাত পর্যটক ক্যুইজ: ইবন বতুতা, আল-বিরুনি ও মার্কো পোলো
- ভারতে ইউরোপীয় আগমন: পর্তুগিজ, ডাচ, ফরাসি ও ইংরেজ ক্যুইজ
- মধ্যযুগীয় ভারতের গুরুত্বপূর্ণ যুদ্ধ ক্যুইজ: তরাইন, পানিপথ ও খানওয়া