প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রাচীন ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে তৈরি এই ক্যুইজ। WBPSC, WBCS, SI, Constable সহ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। দ্রুত রিভিশনের জন্য এই ক্যুইজটি অবশ্যই চেষ্টা করো।
প্রাচীন ইতিহাস ক্যুইজ: গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
Total Questions: 27
Total Marks: 35
Total Slides: 10
হরপ্পা সভ্যতার আবিষ্কার কে করেন?
সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কোনটি?
বেদ কয়টি?
বৈদিক যুগে আর্যদের প্রধান পেশা কী ছিল?
মহাভারত কে রচনা করেন?
বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে?
মহাবীর জৈন ধর্মের কততম তীর্থংকর ছিলেন?
চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল?
কৌটিল্যর আসল নাম কী ছিল?
মেগাস্থিনিসের লেখা বইটির নাম কী?
অশোকের শিলালিপিগুলি কোন লিপিতে লেখা হয়েছিল?
গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
কাকে 'ভারতের নেপোলিয়ন' বলা হয়?
ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল?
হর্ষচরিত কে রচনা করেন?
চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
আইহোল প্রশস্তি কার সঙ্গে সম্পর্কিত?
পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন?
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
হরপ্পা সভ্যতা একটি নগরকেন্দ্রিক সভ্যতা ছিল।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
ঋগ্বেদে যাদুবিদ্যা এবং মন্ত্রের উল্লেখ আছে।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
আলেকজান্ডার ভারতে পোরাসকে পরাজিত করেছিলেন।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
গুপ্ত যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো।
হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন।
বংশ ও প্রতিষ্ঠাতার জোড় মেলাও।
বই ও লেখকের জোড় মেলাও।